নায়কের প্রতি অগাধ ভালবাসা। তাঁর জন্মদিনে অন্ধ ভক্ত করতে চেয়েছিলেন ‘ধামাকা’। কিন্তু তা যে ‘ব্যাকফায়ার’ করে গোটা হলেই আগুন ধরিয়ে দেবে, তা হয়তো নিজেও ভাবেননি দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের এক অত্যুৎসাহী ভক্ত। কিন্তু ঘটেছে এমনটাই। একটা ভুলে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় গোটা প্রেক্ষাগৃহই। জুনিয়র এনটিআরের ৩৯ তম জন্মদিন পার হয়েছে কিছু দিন আগেই। আর সেই উপলক্ষেই আবারও মুক্তি পেয়েছিল ২০০৩ সালে তাঁর সুপারহিট ছবি ‘সিমহাদ্রি’। সিনেমা হলে সেই ছবি বেশ ভালই চলছিল। এত পুরনো ছবিও শুধুমাত্র এনটিআরের জন্য দলে দলে দেখতে আসছিলেন ভক্তরা। কিন্তু এরই মধ্যে বিজয়ওয়াড়ার এক প্রেক্ষাগৃহে ওই ছবি শুরু হওয়া মাত্রই, এক ভক্ত বাজি পোড়াতে শুরু করে দেন। সঙ্গে সঙ্গেই সিনেমার সিটে, স্ক্রিনে আগুন ধরে যায়। সৃষ্টি হয় আতঙ্কের। হলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
Seats thagalettaru entra ???
Vijayawada Apsara Theatre 6:15 show #HappyBirthdayJrNTR pic.twitter.com/flUe0JtAX4— Mahesh Babu (@MMB_tarakian) May 20, 2023
খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তারা এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কারও ক্ষতি না হলেও ক্ষতি হয়েছে প্রেক্ষাগৃহটির। বেশ কিছু সিট পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেক্ষাগৃহের অন্দরও। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে নিন্দা করেছেন জুনিয়র এনটিআরের অন্যান্য ভক্তরা। তাঁদের মতে, অন্যের ক্ষতি করে আদপে নায়কের প্রতি ভালবাসা দেখানো যায় না। তাই যা হয়েছে তা নিন্দনীয়।
প্রসঙ্গত, এই ছবিটি জুনিয়র এনটিআরের কেরিয়ারের একেবারে শুরুর ছবি। পরিচালক ছিলেন রাজামৌলী। এই মুহূর্তে তিনি তাঁর আগামী ছবি ‘দেভারা’ নিয়ে বেজায় ব্যস্ত। ছবির পরিচালক কোরাতালা শিবা। ওই ছবিতে তাঁর সঙ্গে দক্ষিণী ছবিতে ডেবিউ করছেন জাহ্নবী কাপুর। রয়েছে সইফ আলি খানও। এ ছাড়াও গুঞ্জন বলছে হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’তেও দেখা যাবে তাঁকে।