বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান। দীর্ঘদিনের প্রেমিক রিয়াসদীন শেখ মহম্মদেরই তাঁর স্বামী। কী করেন তিনি? জানা গিয়েছে রহমানের জামাই পেশায় অডিয়ো ইঞ্জিনিয়ার। মেয়ের বিয়ের ছবি শেয়ার করে রহমান লেখেন, “সর্বশক্তিমান তাঁদের আশীর্বাদ করুক। সবাইকে ভালবাসা দেওয়ার জন্য আগাম শুভেচ্ছা”।
যে ছবি তিনি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে পারিবারিক ছবিতে রাখা হয়েছে রহমানের মায়ের এক বাঁধানো ছবিও। তিনি প্রয়াত হয়েছেন। তবু নাতনির বিয়ে সাক্ষী রইলেন এভাবেই। বিয়ের ছবি শেয়ার করেছেন খাতিজাও। তিনি লেখেন, “আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিন। বিয়ে করলাম।” ছবি শেয়ার করতেই ইন্ডাস্ট্রির মানুষেরাও শুভেচ্ছা জানিয়েছেন এই নবদম্পতিকে। শ্রেয়া ঘোষাল যেমন লিখেছেন, “দুজনকেই অনেকে অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন”। অন্যদিকে প্রযোজক বনি কাপুরও জানিয়েছেন শুভেছা।
গত বছর ডিসেম্বরে বাগদান সেরেছিলেন দুজনেই। বাগদানের খাতিজা পরেছিলেন গোলাপি রঙের পোশাক। সাজ ছিল একেবারেই সাদামাঠা। প্রসঙ্গত, বাবার সঙ্গীত পরিচালনাতেই শো-বিজে ডেবিউ করেন খাতিজা। তখন তাঁর মাত্র ১৪ বছর বয়স। গত বছর কৃতি শ্যাননের ছবি ‘মিমি’তেও ‘রক অ্যা বাই বেবি’ বলে একটি গান গেয়েছিলেন খাতিজা। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘদিন ধরেই সুখের সংসার এআররহমানের। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁরা হলেন খাতিজা, রহিমা ও আমিন রহমান।