World Tolerance Day 2021: বিশ্বব্যাপী সম্প্রীতি আর সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য আজকের দিনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Nov 16, 2021 | 8:54 AM

আজ টলারেন্স ডে। প্রতি বছর ১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস স্মরণ করা হয়। এটি ১৯৯৫ সালে জাতিসংঘের তরফ থেকে ঘোষিত হয়। যার লক্ষ্য অসহিষ্ণুতার বিপদ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।

World Tolerance Day 2021: বিশ্বব্যাপী সম্প্রীতি আর সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য আজকের দিনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

Follow Us

শোভন রায়: আজ টলারেন্স ডে। প্রাথমিক ভাবে দিনটা আমরা আমাদের সাংস্কৃতিক বৈষম্যকে স্বীকৃতি দেওয়ার জন্যই পালন করে থাকি। ঠিক কীভাবে এর শুরু হয়েছিল বা অন্যান্য বৃত্তান্তে আসার আগে আমাদের যেটা জেনে নেওয়া জরুরি সেটা হল, আজকের দিনে, আজকের দিনটাকে পালন করার জন্য ঠিক কতটা প্রস্তুত আমরা। একটা চরম মানসিক বৈষম্যের মধ্যে দিয়ে চলেছি আমরা গত দেড় বছরের বেশি সময় ধরে। এই অবস্থায় সাংস্কৃতিক বৈষম্য বা জাতিগত বৈষম্যকে এগিয়ে রাখতে পারলেই হয়তো কোথাও গিয়ে ‘টলারেন্স ডে’-এর সাফল্য। আসুন, কীভাবে এর শুরু হল জেনে নেওয়া যাক…

প্রতি বছর ১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস স্মরণ করা হয়। এটি ১৯৯৫ সালে জাতিসংঘের তরফ থেকে ঘোষিত হয়। যার লক্ষ্য অসহিষ্ণুতার বিপদ সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। সাধারণ জনগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহনশীলতাকে সমাজের একটা প্রধান উপাদান হিসাবে প্রচার করার জন্যই মূলত পালন করা হয় এই দিনকে।

সহনশীলতা কী বা সহনশীলতার প্রভাব আজকের দিনে ঠিক কতটা, এ বিষয়ে জানার জন্য আমরা প্যাভলভ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডঃ শর্মিলা সরকারের সঙ্গে কথা বলি। কেন সহনশীলতার প্রয়োজন সেটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, ‘হিংসা আর দৃঢ়তা বা জেদের মধ্যে একটা বিস্তর তফাৎ আছে। ছোটবেলা থেকে স্কুলে বা বাড়িতে শিশুদের মধ্যে দৃঢ়তা বাড়িয়ে তুলতে হবে। যাতে তারা পরবর্তী ক্ষেত্রে গিয়ে কোথাও কোনও ভুল হলে সেটা মেনে না নিয়ে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিবাদ করতে পারে। অবশ্যই সেই প্রতিবাদে কোনও হিংসা থাকবে না।’

সহনশীলতার দিনে কোনও কিছু মেনে না নেওয়ার কথা জানিয়ে তিনি যোগ করেন, ‘যদি আমরা ভুলটাকে ভুল জেনেও সেটা নিজেদের মধ্যে রেখে দেওয়া শুরু করি, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের স্ট্রেস বা ডিপ্রেসনের মুখে পড়তে হবে। সেখান থেকে অ্যান্টি সোশ্যাল গুণও আমাদের চরিত্রে ফুটে উঠতে পারে। এমনকি প্রতিশোধের মনোভাবও তৈরি হতে পারে। সেই জন্য, কোনও কথা চেপে না রেখে বলে দেওয়া উচিত।’ এছাড়াও, তিনি সহনশীলতা গড়ে না ওঠার জন্য জিন এবং পারিপার্শ্বিক পরিবেশকেও দায়ী করেছেন। তিনি জানান, ‘যদি একটা ছেলে ছোটবেলা থেকে দেখে আসে যে তার বাবা মদ্যপ অবস্থায় বাড়িতে নোংরা ব্যবহার করছে, শিশুটিও ভবিষ্যতে তেমনই করতে পারে।’

সুতরাং, আজকের দিনে যেখানে স্বেচ্ছাচারিতা নৈমিত্তিক ঘটনা, সেখানে সহনশীলতার গুরুত্ব ঠিক কতটা সেটা জানা খুব প্রয়োজন। নারী সুরক্ষা থেকে শুরু করে অন্যান্য ধর্মের প্রতি সহনশীলতা সব কিছুকেই এগিয়ে রাখার কথা প্রচার করে আজকের এই দিন। পরের প্রজন্মের জন্য ভাল কিছু দৃষ্টান্ত রেখে যাওয়ার জন্যই সহনশীলতা। ১৯৯৫ সালের ১৬ নভেম্বর একটা ধারণার ভিত্তিতে তৈরি হয়েছিল- ‘Tolerance is nothing but acceptance, respect and appreciation of various people…’ ২০২১ সালের ১৬ নভেম্বর সেই লক্ষ্যে পৌঁছেছে কি না সেটা তর্ক সাপেক্ষ। তবে, কোনও এক ১৬ নভেম্বর আমরা সেই লক্ষ্যে পৌঁছব কি না, সেটা পুরোটাই নির্ভর করছে আমাদের সহনশীলতার ওপর।

আরও পড়ুন: Sanjay Leela Bhansali: ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলির জন্য জায়গা ছেড়ে দিলেন সঞ্জয় লীলা বনশালী

আরও পড়ুন: Rajkumar Rao Wedding: হাতে শাঁখা-পলা, তাক লাগানো ওড়নায় রাজকুমারকে ‘পরাণ ভরা ভালবাসা’ পত্রলেখার

Next Article