Sanjay Leela Bhansali: ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলির জন্য জায়গা ছেড়ে দিলেন সঞ্জয় লীলা বনশালী

সঞ্জয়ের পরিচালিত 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ও রাজামৌলির ছবি 'আরআরআর' নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ওই দুই ছবিরই।

Sanjay Leela Bhansali: 'বাহুবলী' পরিচালক রাজামৌলির জন্য জায়গা ছেড়ে দিলেন সঞ্জয় লীলা বনশালী
রাজামৌলি ও সঞ্জয় লীলা।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 9:49 PM

বক্সঅফিসের লড়াইয়ে মাতলেন না পরিচালক সঞ্জয় লীলা বনশালী। আর এক পরিচালকের জন্য জায়গা ছেড়ে দিলেন তিনি। এগিয়ে রাখলেন বাহুবলী ছবির পরিচালক রাজামৌলির ছবিকেই। যদিও মধ্যস্থতায় বড় ভূমিকা পালন করলেন অজয় দেবগণ, শোনা যাচ্ছে তেমনটাই।

সঞ্জয়ের পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ও রাজামৌলির ছবি ‘আরআরআর’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ওই দুই ছবিরই। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তি পাওয়ার কথা ছিল জানুয়ারির ৬ তারিখে। অন্যদিকে রাজামৌলির ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে ৭ জানুয়ারি। দুই ছবি যাতে বক্স অফিসে মার না খায় তাই কাউকে মুক্তির দিন পিছতেই হতো। প্রশ্ন, ‘বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে’? অনিশ্চিত ইন্ডাস্ট্রিতে ডেট সরাবেন কোন পরিচালক? সেই দায় নিলেন সঞ্জয়ই। ছবির ডেট পিছিয়ে নিয়ে এলেন ফেব্রুয়ারির ১৮ তারিখ। ওই দিনেই মুক্তি পাবে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’।

সূত্রের খবর, ডেট নিয়ে যাতে সমস্যা না হয় সে ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন অজয় দেবগণ। দুই পরিচালকের সঙ্গেই নাকি কথা বলেছেন তিনি। বুঝিয়েছেন, একই সময়ে যদি ছবি মুক্তি পায় তবে ক্ষতি ইন্ডাস্ট্রির। কোনও ছবিই ভাল ফল করতে পারবে না। মার খাবে বলিউড। অজয়ের সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক বেশ ভাল। তাই সব দিক খতিয়ে দেখে এমন সিদ্ধান্তই নিয়েছেন পরিচালক। বলিউডে ডেট পিছনোর ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও দেখা গিয়েছে এমন চিত্র। টলিউডের পরিচালক-প্রযোজকরা… আপনারা শুনছেন?

আরও পড়ুন- Rajkumar Rao Wedding: হাতে শাঁখা-পলা, তাক লাগানো ওড়নায় রাজকুমারকে ‘পরাণ ভরা ভালবাসা’ পত্রলেখার