Anushka Sharma: সাদা ঢিলেঢালা পোশাকে গ্যালারিতে ‘অন্তঃসত্ত্বা’ অনুষ্কা; নিজেকে ছাড়াই তাঁর ছবি ক্যামেরাবন্দি অরিজিতের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 16, 2023 | 10:31 PM

Arijit Singh: অনুষ্কাকে দেখে 'ফ্যান বয়' মুহূর্ত তৈরি হয় অরিজিৎ সিংয়ের। নিজের মোবাইল ফোনে অনুষ্কার একটি ছবি তোলার জন্য অনুরোধ করেন অরিজিৎ। কিন্তু সেই ছবিতে তিনি নিজে উপস্থিত থাকতে চাননি। অনুষ্কা আনন্দের সঙ্গেই অরিজিতের হয়ে পোজ় দিয়েছেন এদিন। বিষয়টি উভয়ের অনুরাগীরই দারুণ 'মিষ্টি' লেগেছে। দুই তারকার একে-অপরের প্রতি শ্রদ্ধা-ভক্তি দেখে তাঁরা মুগ্ধ।

Anushka Sharma: সাদা ঢিলেঢালা পোশাকে গ্যালারিতে অন্তঃসত্ত্বা অনুষ্কা; নিজেকে ছাড়াই তাঁর ছবি ক্যামেরাবন্দি অরিজিতের
দুই তারকার মনে রাখার মতো ছবি। অনুষ্কা শর্মাকে ক্যামেরা বন্দি করছেন তাঁর 'ভক্ত' অরিজিৎ সিং।

Follow Us

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ছিল ভারত-পাকিস্তানের। সেই ম্যাচ উদ্বোধন করতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন বলিউডের তাবড় তারকারা। শুরুতেই শোনা যায় অরিজিৎ সিংয়ের গান। তাঁর আসন্ন ছবি ‘টাইগার থ্রি’ প্রচারে এসেছিলেন সলমন খানও। এসেছিলেন অমিতাভ বচ্চন। এদিন ক্রিকেট খেলা দেখতে মাঠে হাজির ছিলেন বলিউডের আরও এক তারকা। তিনি ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা।

সম্প্রতি অনুষ্কার দ্বিতীয় গর্ভধারণের খবর ছড়িয়েছে। বিশ্বকাপের ম্যাচ প্র্যাকটিস থেকে বিরতি নিয়ে বিশেষ বিমানে তড়িঘড়ি মুম্বইয়ে উড়ে যেতে হয়েছিল বিরাট কোহলিকে। জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই তাঁকে মুম্বইয়ে যেতে হয়েছে। অনেকে অনুমান করেছিলেন, হয়তো অনুষ্কার কারণেই তাঁর এই চটজলদি মুম্বই-যাত্রা। কিন্তু শনিবার গ্যালারিতে ভারতীয় দলকে উৎসাহ দিতে হাজির ছিলেন অনুষ্কাও। একটি সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরে দেখা যায় তাঁকে। তা হলে কি বেবি বাম্প ঢাকছিলেন অনুষ্কা?

অন্যদিকে অনুষ্কাকে দেখে ‘ফ্যান বয়’ মুহূর্ত তৈরি হয় অরিজিৎ সিংয়ের। নিজের মোবাইল ফোনে অনুষ্কার একটি ছবি তোলার জন্য অনুরোধ করেন অরিজিৎ। কিন্তু সেই ছবিতে তিনি নিজে উপস্থিত থাকতে চাননি। অনুষ্কা আনন্দের সঙ্গেই অরিজিতের হয়ে পোজ় দিয়েছেন এদিন। বিষয়টি উভয়ের অনুরাগীরই দারুণ ‘মিষ্টি’ লেগেছে। দুই তারকার একে-অপরের প্রতি শ্রদ্ধা-ভক্তি দেখে তাঁরা মুগ্ধ।