সদ্য হলিউডে পা রাখতে দেখা গিয়েছে দক্ষিণী সুপারস্টার ধনুশকে। কখনও বলিউড কখনও সাউথ, একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি সিনেদুনিয়ায়। তবে হলিউডে তাঁর অভিষেক ঘিরে বারে বারে নানা জল্পনা তুঙ্গে। কখনও সামনে উঠে আসে তাঁর স্ক্রিন টাইম, কখনও আবার সামনে উঠে আসতে দেখা যায় তাঁর পারিশ্রমিকের অঙ্ক ঘিরে নানা তথ্য। ধনুশ প্রথম থেকেই বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে গড়তে পছন্দ করেন। তার প্রমাণ মিলেছে অতীতে একাধিকবার। তবে এবার হলিউড থেকে ডাক পাওয়া মাত্রই তাঁকে ঘিরে জল্পনা উঠেছিল তুঙ্গে। উত্তেজিত ছিল ভক্তমহল।
তবে ছবির ট্রেলার মুক্তি মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। প্রতিটা পদক্ষেপে ভক্তদের আশাহত করে ধনুশকে রাখা হয়েছিল মাত্র কিছুটা সময়ের জন্য। ছবির ক্ষেত্রেও সেভাবে তাঁকে পাওয়া না যাওয়ায় হলিউডে ডেবিউ নিয়ে শুরু হয়েছিল নয়া জল্পনা। দক্ষিণী দুনিয়ায় শোনা গিয়েছিল গুঞ্জন, ধনুশের স্টারডার্ম নষ্ট হয়েছে হলিউডে গিয়ে। তাই অন্যান্য স্টারেরা এমন প্রস্তাব পেলে যেন থাকেন সাবধান। এক দিকে যখন এমনই তথ্য ছড়িয়ে ছিটিয়ে ভাইরাল দ্য গ্রে ম্যান নিয়ে, তখনই আবার নতুন খবর এল ছবি নির্মাতা সংস্থার পক্ষ থেকে।
আসতে চলেছে দ্য গ্রে ম্যান সিক্যুয়েল। তবে এই ছবিতে কি থাকছেন ধনুশ! মবম্বইতে করা এক সাংবাদিক সম্মেলনের মধ্যে বিষয়টা স্পষ্ট। এই ছবির সিক্যুয়েলে থাকতে চলেছেন ধনুশ। তাঁরা জানান, পরবর্তীতেও যদি এই প্রজেক্টে কোনও কাজ হয়, তবে ধনুশের চরিত্রকে রাখা হবে ছবিতে। যদিও ধনুশের পক্ষ থেকে এখনই এই নিয়ে তেমন কোনও মন্তব্য করা হয়নি। প্রথম পর্বের জন্য ধনুশ পেয়েছে ৪ কোটি টাকা। আগামী প্রজেক্টের কাজ শুরু হবে শীঘ্রই। দ্য গ্রে ম্যানের জনপ্রিয়তার দিকে নজর রেখেই এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই প্রাথমিক খবর। তবে প্রথমার্ধে যেভাবে আশাহত হয়েছেন ধনুশ ভক্তরা, তারা কি আদেও এই খবরে খুশি, তা এখনও স্পষ্ট নয়।