‘খুল্লম খুল্লা প্যায়ার করেঙ্গে হাম দোনো’ — আপাতত পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার থিম সং সম্ভবত এখন এটাই। ১৩ মে বাগদানের খবর চাউর হতে না হতেই দুই লাভ বার্ডস হাজির সোজা আইপিএলে। মোহালিতে পঞ্জাব-মুম্বই ম্যাচে গ্যালারিতে ক্যামেরাবন্দি হলেন এই মুহূর্তে দেশের অন্যতম চর্চিত কাপল।
পরিণীতি-রাঘবের লাভ স্টোরির শুরুটা নাকি প্রায় ৬ মাস আগে পঞ্জাবেই হয়েছিল। সেই সময় নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ইশকজাদের নায়িকা। সেই পঞ্জাবের মোহালিতেই জনসমক্ষে একসঙ্গে এলেন দুজনে। শুধু মাঠ নয়, টিভির দর্শকদের সামনে এসে কি নিজেদের সম্পর্ককে মান্যতা দিয়ে দিলেন তাঁরা? বলিউডের অনেকেই এমনটাই মনে করছেন। মোহালির ভিআইপি বক্সে দুজনকে একসঙ্গে দেখে নাকি ‘পরিণীতি ভাবী’ বলে অনেকেই ডেকে বসেন অভিনেত্রীকে। প্রত্যক্ষদর্শীদের মাতে, যা রীতিমত উপভোগ করছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন। মুম্বইতে এক রেস্তোরাঁয় পরিণীতি ও রাঘব বেশ কয়েকবার ক্যামেরাবন্দি হতেই প্রেমের কাহিনি বলিউড পেরিয়ে পেজ থ্রির পাতায়। পরিণীতি এবং রাঘব মুখে কিছু না বললেও নিজেদের শুদ্ধ দেশি রোম্যান্স একবারের জন্যও ক্যামেরা থেকে লোকানোর চেষ্টা করেননি। দিল্লিতে পরিণীতিকে পিক আপ করতে আপ নেতার পৌঁছে যাওয়া হোক কিংবা মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের বিয়ের প্রশ্নে পরিণীতির মুচকি হাসি সবেতেই ইঙ্গিত ছিল পরিষ্কার।
কিছুদিন আগে শোনা গিয়েছিল এই কাপল নাকি ইতিমধ্যেই এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন। এপ্রিল মাসে দিদি প্রিয়াঙ্কা ও জামাইবাবু নিকও হাজির ছিলেন তাঁদের রোকায়। বলিউডের প্যায়ারি বিন্দুর আঙ্গুলে নাকি এনগেজমেন্ট রিং দেখাও গিয়েছিল। যদিও একদিন আগেই খবর সামনে এসেছে দিল্লিতে ১৩ তারিখ হতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত বাগদান ।
বারবার মণীশ মালহোত্রার বাড়ির সামনে ক্যামেরাবন্দি হয়েছেন পরিণীতি। মঙ্গলবার ফের একবার সেখানেই হাজির হয়ে জল্পনা আরও উসকে দিয়েছেন পরিণীতি নিজেই। যদিও মঙ্গলবারও সাংবাদিকদের কবে বিয়ে করছেন প্রশ্নে চুপই ছিলেন অভিনেত্রী। দুই বাড়ির ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী অক্টোবর মাসেই জিও মামি ফেস্টিভালে অংশ নিতে ভারতে আসছেন প্রিয়াঙ্কা। তাই সেই মাসের শেষেই শুভ কাজ সেরে ফেলতে চাইছে দুই পরিবার। অক্টোবরেই হতে চলেছে রাঘব-পরিণীতির ‘লাভ ম্যারেজ’। তার আগে ১৩ মে দিল্লিতে বাগদান হবার প্রস্তুতিও প্রায় সারা। এর মাঝে বুধবার রাতে দুজনে খেলার মাঠে প্রকাশ্যে এসে সোশ্যাল মিডিয়ায় চর্চা দ্বিগুণ বাড়িয়ে দিলেন এই নতুন জুটি।