লস এঞ্জেলসে পুরস্কার নিয়ে দেশে ফিরছিলেন জুনিয়র এনটিআর। আর পুরস্কার নিয়ে বিমানবন্দরে আসতেই ঘটে গেল অনভিপ্রেত ঘটনা। কড়া নিরাপত্তায় বিমানবন্দর ছেয়ে ফেলা হলেও এনটিআর পা দিতেই তাঁকে ঘিরে ধরেন অত্যুৎসাহীরা। অনুরাগীদের হাতেই কার্যত মবড হতে হয় তাঁকে। সঙ্গে ছিলেন অভিনেতার স্ত্রী ও দুই সন্তানও। তাঁদের দিকেও ছুটে আসেন উৎসাহী ফ্যানেরা। ইচ্ছে ছিল শুভেচ্ছা জানানোর, কিন্তু তৈরি হয় চরম বিশৃঙ্খলা। যদিও স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করেই বিমানবন্দর থেকে বের হন ‘আরআরআর’ খ্যাত এই অভিনেতা। কিছু দিন আগেই বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছে ‘আরআরআর’। রাজামৌলী পরিচালিত এই ছবির গান ‘গোল্ডেন গ্লোব’-এর মঞ্চে জিতে নিল সেরা গানের শিরোপা। সেরা ‘অরিজিনাল সং’ বিভাগে মনোনীত হয়েছিল এই গানটি। মনোনয়নে জায়গা করে নিয়েছিল টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’ এবং রিহানার কণ্ঠে ‘ব্ল্যাক পান্থার, ওয়াকান্ডা ফরএভার’ ছবির গান ‘লিফট মি আপ’-এর মতো জনপ্রিয় গানও। কিন্তু সে সবকে কার্যত পিছনে ফেলে এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান নির্বাচন করেছেন বিচারকেরা। ছবির প্রধান দুই নায়ক এনটিআর জুনিয়র ও রামচরণও হাজির ছিলেন ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে বক্তৃতার শেষে চরম ট্রোল্ড হয়েছিলেন এনটিআর। মার্কিনী উচ্চারণে ভাষণ দিয়েছিলেন তিনি। আর তা শুনেই হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনদের একটা বড় অংশ। অন্যদিকে গোল্ডেব গ্লোবের বিরুদ্ধে উঠেছিল বর্ণবিদ্বেষেরও অভিযোগ। এই ভারতীয় ছবি পুরস্কার জেতার পর অন্যান্য দেশের কাউকেই করতালি দিতে দেখা যায়নি। এই নিয়ে সরব হয়েছিল ভারতীয়রাও। তবে সব না পাওয়াকে ভুলিয়ে দিয়েছে ছবির গানটির জয়, যা নিঃসন্দেহে দেশের এক বিরাট প্রাপ্তি।