Critics Choice Awards 2023: ১.৫ ঘণ্টা ধরে বাথরুমে অঝোরে কান্না ‘নাটু নাটু’ কোরিওগ্রাফার প্রেম রক্ষিতের, কেন?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 16, 2023 | 12:43 PM

RRR: ভেবেছিলেন অবিশ্বাস্য। তবে সেই মুহূর্তটা কেবলই সত্যি হয়েছে পরিচালকের জন্যই, বলে জানান কোরিওগ্রাফার।

Critics Choice Awards 2023: ১.৫ ঘণ্টা ধরে বাথরুমে অঝোরে কান্না নাটু নাটু কোরিওগ্রাফার প্রেম রক্ষিতের, কেন?

Follow Us

দক্ষিণী পরিচালক রাজামৌলীর ছবি ‘আরআরআর’ (RRR) মুক্তি পাওয়ার পর থেকেই তা খবরের শিরোনামে জায়গা করে নেয়। বক্স অফিস রেকর্ড থেকে শুরু করে ছবিতে স্টারদের অভিনয়, গল্পের উপস্থাপনা, সবই গোটা দেশ জুড়ে প্রশংসিত। তবে কেবল দেশ নয়, বিদেশের মাটিতেও এই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। বছর ঘুরতেই ফল পেলেন পরিচালক হাতে নাতে। একের পর এক আত্মর্জাতিক স্তরে ছবি পুরস্কৃত হচ্ছে। যার কেন্দ্রেই রয়েছে ছবির গান ‘নাটু নাটু’। ঝড়ের গতিতে ভাইরাল এই গান ২০২৩-এর শুরুতেই একাধিক সম্মানে সম্মানিত। গোল্ডেন গ্লোব-এ ‘নাটু নাটু’ পুরস্কৃত হওয়ার পর এবার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড-এ (Critics Choice Awards 2023) সেরা বিদেশী ভাষার ছবির পুরস্কার পেল ‘আরআরআর’।

পাশাপাশি সম্মানিত হল ‘নাটু নাটু’ গান আরও একবার। এই গানের নির্মাণ নিয়ে একাধিক খবর সামনে এসেছিল ২০২২-এই। যেখানে পরতে-পরতে শোনা গিয়েছিল ঠিক কতটা কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছে এক একটি শট। প্রতিটা ফ্রেমকে খুঁটিয়ে-খুঁটিয়ে দেখে তবেই তা গ্রহণ করেছিলেন পরিচালক। একইভাবে নিজের ১০০ শতাংশ উজার করে দিয়েছিলেন গানের কোরিওগ্রাফার প্রেম রক্ষিত। যখন প্রথম গোল্ডেন গ্লোবের খবর কানে আসে, বিশ্বাসই করতে পারেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে গানের কোরিওগ্রাফার স্পষ্ট জানিয়েছেন, মুহূর্তে ছুটে গিয়েছিলেন বাথরুমে। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে কেঁদেছিলেন। ভেবেছিলেন অবিশ্বাস্য। তবে সেই মুহূর্তটা কেবলই সত্যি হয়েছে পরিচালকের জন্যই, বলে জানান তিনি।

এবার ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড-এও জায়গা করে নিল এই ছবি ও ছবির গান। যা নিয়ে আরও একবার চর্চা তুঙ্গে। বর্তমানে বিদেশের মাটিতেই সময় কাটছে পরিচালকের। দক্ষিণী ছবিকে এই স্তরে নিয়ে যাওয়ায় প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশ। খোদ দেশের প্রধানমন্ত্রীও তাঁকে শুভেচ্ছা জানান সোশ্যাল মিডিয়ায়।

Next Article