Justin Bieber: প্রাক্তন প্রেমিকা ও বর্তমান স্ত্রীর মধ্যে গড়ে উঠছে বন্ধুত্ব, মহা ফাঁপরে জাস্টিন!

Hollywood Gossip: ধরুন আপনার প্রাক্তন প্রেমিকার সঙ্গে আপনার সাপে-নেউলে সম্পর্ক। অথচ আপনার স্ত্রীর সঙ্গে তাঁর বেজায় ভাব। একসঙ্গে ছবি থেকে ঘোরা-- চলে সবই। আপনার মনের ঠিক কী অবস্থা হবে?

Justin Bieber: প্রাক্তন প্রেমিকা ও বর্তমান স্ত্রীর মধ্যে গড়ে উঠছে বন্ধুত্ব, মহা ফাঁপরে জাস্টিন!
মহা ফাঁপরে জাস্টিন!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 8:30 PM

ধরুন আপনার প্রাক্তন প্রেমিকার সঙ্গে আপনার সাপে-নেউলে সম্পর্ক। অথচ আপনার স্ত্রীর সঙ্গে তাঁর বেজায় ভাব। একসঙ্গে ছবি থেকে ঘোরা– চলে সবই। আপনার মনের ঠিক কী অবস্থা হবে?  খুশি হবেন নাকি জীবনের বিভিন্ন পর্যায়ে আসা দুই নারীর বন্ধুত্ব ভাবিয়ে তুলবে আপনাকে? যদি দ্বিতীয়টি হয় তবে আপনার ও মার্কিনী গায়ক জাস্টিন বিবারের মধ্যে দারুণ মিল রয়েছে। তিনিও পড়েছেন মহা ফাঁপরে। তাঁর প্রাক্তন প্রেমিকা ও বর্তমান স্ত্রীয়ের মধ্যে হঠাৎই গড়ে উঠেছে বেজায় সখ্য। আর এ সব কিছুই ঘটেছে ২০২২-এর অ্যাকাদেমি মিউজিয়াম গালায়। সেখানেই এই দুই সুন্দরীর ছবি ভাইরাল হয়েছে। আর তাই উস্কে দিয়েছে নতুন বন্ধুত্বের জল্পনা।

২০১৮ সালে বিয়ে করেন জাস্টিন ও হেইলি। ওই বছরেই সেলেনার সঙ্গে জাস্টিনের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ প্রসঙ্গে নানা মন্তব্য সামনে এসেছিল। এমনকি দুজনের মধ্যে হয়েছিল বিস্তর কাদা ছোঁড়াছুঁড়িও। তবে সে সব পুরনো কথা। তিক্ততা ভুলে নাকি জাস্টিনের জীবনের দুই নারী এখন পাতিয়েছেন সই।

সূত্র বলছে, “এতগুলো বছর একে অন্যকে দোষ দেওয়া পর এখন তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুজনেই এখন নিজেদের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছে। আর তা ছাড়া সেলিনাও এখন আগের থেকে অনেক বেশি বুঝদার। সে অবশেষে বুঝেছে তাঁর ও জাস্টিনের সম্পর্ক ব্যর্থ ছাড়া কিছুই নয়। ও ওকে ভুলে গিয়েছে। ও মনে করে হেইলি একজন ভাল মনের মেয়ে। ও চায় ওর ভাল হোক।” আর এ সবের মাঝে জাস্টিনের কী বক্তব্য?

সূত্র জানাচ্ছে, ব্যাপারটা নাকি একেবারেই ভালভাবে নিচ্ছেন না জাস্টিন। এমনকি স্ত্রী হেইলিকেও নাকি তিনি সেলেনার সঙ্গে এই বন্ধুত্ব করতে বারণও করেছেন। এই নতুন বন্ধুত্ব যাতে তাঁর ও হেইলির সম্পর্কে ঝামেলা না হয়ে দাঁড়ায় সে বিষয়ে নাকি কড়া নজর রাখছেন মার্কিনী গায়ক।