New Bengali Play: সৈয়দ সুস্তাফা সিরাজের গল্প অবলম্বনে নাটক ‘খড্ডা’, ফিরছে নট-রঙ্গের ৫০ বছর পূর্ণের উপলক্ষে
Khadda: সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পটির নাম 'উড়োচিঠি'। অনেক বছর আগে গল্পটিকে নাট্যরূপ দিয়েছেন অমর গঙ্গোপাধ্য়ায় এবং নাটকের নাম দিয়েছেন 'খড্ডা'।
সৈয়দ মুস্তাফা সিরাজের গল্পকে নাট্যরূপ দিয়ে এক দারুণ নাটকের আয়োজন করেছে কলকাতারই একটি নাট্যদল। নাট্যদলের নাম নট-রঙ্গ। এ বছর ২ অক্টোবর ৫০ বছরে পা দিয়েছে এই নাট্যদল। সেই আনন্দকে উদযাপন করতেই নতুন নাটক বাছাই করা হয়েছে। এবং বেছে নেওয়া হয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের ‘উড়োচিঠি’ গল্পটিকে। অনেক বছর আগে গল্পটিকে নাট্যরূপ দিয়েছেন অমর গঙ্গোপাধ্য়ায় এবং নাটকের নাম দিয়েছেন ‘খড্ডা’।
১৯৭৯ সালে নট-রঙ্গ নাট্যদলের প্রাণপুরুষ ও তৎকালীন নির্দেশক সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রযোজনাটি প্রথমবার মঞ্চস্থ হয়। তিনি প্রয়াত হয়েছেন। সৈয়দ মুস্তাফা সিরাজ এবং অমর গঙ্গোপাধ্যায়ও চলে গিয়েছেন না-ফেরার দেশে। তাঁদের সৃষ্টিকেই নতুন করে ফিরিয়ে এনেছে নট-রঙ্গ বর্তমান সদস্যরা। এবার নাটকটি নির্দেশনা করছেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ ও নাট্যব্যক্তিত্ব সোহন বন্দ্যোপাধ্য়ায়। আগামী ৩০ অক্টোবর অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে ‘খড্ডা’। দুটি শো আছে সেদিন, দুপুর ৩টে এবং সন্ধ্য়া ০৬.৩০টায়।
নাটক সম্পর্কে TV9 বাংলাকে শোহন বলেছেন, “প্রত্যেক বাস্তবেই একটা রূপকথা মিশে থাকে। দৈনন্দিন জীবনযাপনে আমরা চিনে উঠতে পারি না সেই জগতকে। নির্দেশক হিসেবে এই প্রযোজনায় আমার কাজ হচ্ছে দর্শককে সেই জাদু-আয়নার সামনে এনে দাঁড় করানো। অন্য মাত্রার মঞ্চ, আলোক এবং আবহ পরিকল্পনা ও ভিন্নধর্মী অভিনয় আঙ্গিকের প্রয়োগ রয়েছে এই প্রযোজনায়। রামধনুর সাত রং আর মানবজীবনে তার জাদুকরী প্রভাবের গল্প বলবে এই নাটক। লোকসঙ্গীতের ঘরানায় সৃষ্ট বেশ কিছু গান ও সামঞ্জস্যপূর্ণ শরীরী অভিনয় থাকবে এই প্রযোজনায়। নাচে-গানে, হাসি তামাশায় ভর করে আমরা মনপবনের নাও ভাসাব ‘খড্ডা’র উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গী হবেন দর্শকবন্ধুরাও। আমাদের নাট্যদলের ৫০তম বর্ষে সমগ্র বাংলা থিয়েটারকে আমরা উপহার দিতে চলেছি মন ভালো করা এক ঠিকানার খোঁজ।”