Alia Bhatt: উৎসবের দিনেও কড়া সতর্কতায় আলিয়া, আর যে মাত্র হাতেগোনা দিন

Alia Bhatt: এই বছরের এপ্রিলেই রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। জুন মাসের ২৭ তারিখে মা হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন আলিয়া।

Alia Bhatt: উৎসবের দিনেও কড়া সতর্কতায় আলিয়া, আর যে মাত্র হাতেগোনা দিন
আলিয়া ভাট।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 7:02 PM

কাপুর পরিবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তাই গোটা দেশ যখন আলোর উৎসবে মাতোয়ারা তখন আলিয়ার দীপাবলি কাটছে খানিক অন্য ভাবেই। মা হওয়ার আর বেশিদিন বাকি নেই। আর সে কারণেই এই দীপাবলি বিছানায় শুয়েই কাটাচ্ছেন তিনি। একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই দেখা গিয়েছে, বিছানায় গা এলিয়ে দিয়েছেন নায়িকা। মেকআপ থেকে পোশাক– সবটাই ছাপোষা। আলাদা ভাবে কোনও সেলিব্রেশনে যোগ দিতেও দেখা যায়নি তাঁকে। দিন কাটছে কড়া সতর্কতায়।

আলিয়ার শেয়ার করা দুটি ছবির মধ্যে প্রথমটি ‘থ্রো-ব্যাক’। অর্থাৎ আগে তোলা। আগে তাঁর দীপাবলি কাটতো এভাবেই। সেজেগুজে হাতে প্রদীপ নিয়ে পোজ, ঠিক যেমন বাকি অভিনেত্রীরা করে থাকেন। পরের ছবিতে বুঝিয়ে দিয়েছেন এবারের চিত্রটা। মেকআপের নামমাত্র নেই। পোশাক বাড়ির, জিভ ভেঙাচ্ছেন তিনি– লিখেছেন, ‘এখন যেভাবে দীপাবলি কাটছে’। নেটিজেনরাও সান্ত্বনা দিয়েছেন হবু মা’কে। যে আসছে সে যে জীবনের সবচেয়ে বড় আলো, তা মনে করিয়ে দিয়েই তাঁরা জানিয়েছেন আগাম শুভেচ্ছাও। শোনা যাচ্ছে, দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই নাকি সন্তানের জন্ম দেবেন তিনি। ওই হাসপাতালেই অসুস্থ থাকাকালীন ভর্তি ছিলেন ঋষি কাপুর। ওখানেই মৃত্যু হিয় তাঁর। এও জানা গিয়েছে, হয় নভেম্বরের একদম শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের শুরুতেই রণবীর কাপুরের পরিবারে সদস্য সংখ্যা বাড়বে, ইতিমধ্যেই নাকি হাসপাতাল কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থাপনা করে রেখেছেন। সেলেব জুটির যাতে বিন্দুমাত্র অসুবিধে না হয় সে ব্যাপারে তৎপর তাঁরা।

এই বছরের এপ্রিলেই রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। জুন মাসের ২৭ তারিখে মা হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন আলিয়া। যদিও বিয়ে ঠিক দু’মাসে মধ্যেই আলিয়ার এই মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় দেশজুড়ে হয়েছিল নানা আলোচনা। অনেকেই মনে করেছিলেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া। এ নিয়ে দিদি শাহিন ভাটকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি যদিও সদুত্তর দেননি। জানিয়েছিলেন, সন্তানের জন্ম কখন দেবেন কখন দেবেন না তা একেবারেই আলিয়া ও রণবীরের সিদ্ধান্ত। এ বছরটা বেশ ভালই যাচ্ছে আলিয়ার। তাঁর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ হিট হয়েছিল, ব্রহ্মাস্ত্রও হিট। অন্যদিকে এই বছরেই বিয়ে ও সন্তান। সব মিলিয়ে ভালই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।