Kajal Agarwal: ছোট্ট হাত জড়িয়েছে মাকে, জন্মের পর এই প্রথম ছেলের ছবি শেয়ার কাজলের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 08, 2022 | 6:40 PM

Kajal Agarwal: মাথা ভর্তি ঘন কালো চুলের সদ্যোজাতকে বুকের উপর শুইয়ে ছেলের জন্য এক খোলাচিঠি লিখেছেন কাজল।

Kajal Agarwal: ছোট্ট হাত জড়িয়েছে মাকে, জন্মের পর এই প্রথম ছেলের ছবি শেয়ার কাজলের
জন্মের পর এই প্রথম ছেলের ছবি শেয়ার কাজলের

Follow Us

জন্মের প্রায় এক মাস পর ছেলের প্রথম ছবি শেয়ার করলেন কাজল আগরওয়াল। শেয়ার করার জন্য বেছে নিলেন রবিবারের এই বিশেষ দিনটিকে। আজ মাতৃদিবস। এতদিন মায়েদের দিনে নিজের মা’কে শুভেচ্ছা জানিয়েছেন কাজল। আজ তিনিও মা। নীলের মা।

মাথা ভর্তি ঘন কালো চুলের সদ্যোজাতকে বুকের উপর শুইয়ে ছেলের জন্য এক খোলাচিঠি লিখেছেন কাজল। যে চিঠির প্রতিটি লাইনে মাখা আছে আবেগ। লেখা আছে নীল তাঁর কাছে কতটা। সূর্য, চন্দ্র, গ্রহ তারা– কাজলের জীবনের এসবের একটাই সমার্থক। তা হল তাঁর ছেলে, তাঁর একমাত্র আদরের ধন।

কাজল লিখছেন, “তোমায় আমি জানাতে চাই, তুমি আমার কাছে কতটা। যে মুহূর্তে ওই ছোট ছোট হাত আমি ধরলাম, তোমার নিঃশ্বাস অনুভব করলাম, তোমার সুন্দর চোখের দিকে তাকালাম, সেই মুহূর্তেই আমি বুঝে গিয়েছিলাম আমি আবারও প্রেমে পড়েছি। তুমি আমার প্রথম সন্তান। আমার প্রথম সবকিছু। কী করে স্বার্থত্যাগী হতে হয় তা তো তোমার থেকেই শেখা।” না থেমে কাজল আরও লেখেন, “তুমি আমার শিখিয়েছ কীভাবে হৃদয়ের একটা অংশকে শরীরের বাইরেও স্থান দেওয়া যায়।”

শুভেচ্ছায় ভরে গিয়েছে কাজলের ওই পোস্ট। সামান্থা প্রভুও মুগ্ধ মা ছেলের এই মিষ্টি রসায়নে। ২০২০ সালের অক্টোবর মাসে গৌতম কিচলুকে বিয়ে করেছিলেন কাজল। ২০২২-এ মা হলেন। ছেলেকে নিয়েই এখন তাঁর সুখের সংসার। তিনি কবে কাজে ফেরেন এখন তারই অপেক্ষায় কাজলের অনুরাগীরা।

Next Article