kantara Chapter 1: এবার বাংলায় ‘কান্তারা চ্যাপ্টার ১’, সুখবর শেয়ার করতেই ভাইরাল পোস্টার
Kantara: এবার যা সামনে এল তা দেখে রীতিমত তাক লাগল নেটপাড়ার। ঋষভ শেট্টির পরিচালনায় এবার আসছে এই ছবির প্রিক্যুয়েল। ছবির লুক প্রকাশ্যে আসা মাত্রই তা সকলের নজর কাড়ল। আরও অনেকবেশি ভয়াবহ, আরও অনেক বেশি রোমাঞ্চকর।
কান্তারা, বক্স অফিসে ঝড় তোলা এই দক্ষিণী ছবির স্মৃতি দর্শক মনে এখনও তরতাজা। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছিল এই ছবির খবর। ছবির চিত্রনাট্য থেকে শুরু করে অভিনয়, উপস্থাপনা, প্রশংসার তালিকা থেকে বাদ পড়েনি কিছুই। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেওয়া এই ছবির প্রিক্যুয়েল অর্থাৎ আগের পর্ব মুক্তি পাবে তা জানা ছিল আগে থাকেই। কিন্তু সেই ছবি কবে আসবে তার কোনও নিশ্চিত খবর সামনে আসেনি। এবার যা সামনে এল তা দেখে রীতিমত তাক লাগল নেটপাড়ার। ঋষভ শেট্টির পরিচালনায় এবার আসছে এই ছবির প্রিক্যুয়েল। ছবির লুক প্রকাশ্যে আসা মাত্রই তা সকলের নজর কাড়ল। আরও অনেকবেশি ভয়াবহ, আরও অনেক বেশি রোমাঞ্চকর।
যে টিজ়ার সামনে এল, তা কেবল মোশন টিজ়ারই নয়, দর্শকদের কাছে যেন এক অন্যস্বাদের আবেদ। একের পর এক কমেন্ট বক্সে তেমনই মন্তব্য জায়গা করে নিল। কেউ প্রশংসা করলেন ছবির লুকের, কেউ প্রশংসা করলেন পোস্টারের উপস্থাপনার। তবে চমক এখানেই শেষ নয়। এবার বাংলা ভাষাতেও আসতে চলেছে কান্তারা ১। লুক আর টিজ়ার দুই সমানতালে দর্শকদের প্রশংসা কুড়োল আরও একবার। মোট সাতটি ভাষায় আসতে চলেছে এই ছবি। ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয়ও করেছেন ঋষভ শেট্টি। ২০২১ সালে যা মুক্তি পেয়েছিল, তা হল পার্ট ২। এই ছবি মুক্তির ১০০ দিনের মাথায় খবর এসেছিল প্রকাশ্যে, আসতে চলেছে ছবির আগের অংশ। তবে থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে মিলল ছবির প্রথম লুক।
প্রসঙ্গত, ‘দাদাসাহেব ফালকে’ আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ঋষভ শেট্টি (কান্তারা)।