Road Accident: রাস্তার ধারে বসে তাস খেলছিলেন, ধেয়ে এল মদ বোঝাই পিকআপ ভ্যান

Road Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈঁচির দিক থেকে গুড়াপের দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। বৈঁচির নুনিয়াডাঙার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। সেইসময় রাস্তার ধারে চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে জনা ছয়েক গ্রামবাসী তাস খেলছিলেন।

Road Accident: রাস্তার ধারে বসে তাস খেলছিলেন, ধেয়ে এল মদ বোঝাই পিকআপ ভ্যান
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2024 | 10:49 PM

গুড়াপ: রাস্তার পাশে বসে তাস খেলছিলেন কয়েকজন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উল্টে গেল মদ বোঝাই পিকআপ ভ্যান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন চারজন। মৃতদের নাম দীপক সরকার (৩৯) এবং হীরালাল রায় (৬৮)। দুর্ঘটনাটি পাণ্ডুয়ার বৈঁচির। আহত গাড়ির চালক-সহ চারজনকে পাণ্ডুয়া থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈঁচির দিক থেকে গুড়াপের দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। বৈঁচির নুনিয়াডাঙার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। সেইসময় রাস্তার ধারে চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে জনা ছয়েক গ্রামবাসী তাস খেলছিলেন। গাড়ি গিয়ে তাঁদের উপর পড়ে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গাড়ির তলা থেকে উদ্ধার করে আহতদের পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। পরে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয় আহতদের।

বৈঁচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিদিনই ওই চায়ের দোকানের পাশে মাচায় বসে কয়েকজন তাস খেলেন। আজকে হঠাৎ করেই মদ বোঝাই গাড়িটি তাঁদের উপর উল্টে নয়ানজুলিতে পড়ে যায়। পুলিশ ও স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত লাগায়।”

এই খবরটিও পড়ুন

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকজনের উপর পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।