Tourism: বিদেশ থেকে কাতারে কাতারে পর্যটক আসছেন ভারতে, অর্থনীতিতে বড় প্রভাব
Tourism: মন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালে ৯.৫২ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলেন ভারতে। এর মধ্যে ৪৬.২ শতাংশ এসেছিলেন শুধুমাত্র ভ্রমণ করতে।
নয়া দিল্লি: ভারতে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মরুভূমি- সবই আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বৈচিত্র্যের কোনও অভাব নেই। আর সেই সব দেখতে প্রতি বছরই বহু পর্যটক আসছেন ভারতে। সেই সব অতিথিদের থেকেই বিপুল আয় হচ্ছে ভারতের।
সোমবার লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তথা জিডিপি-তে ২০২২-২৩ সালে ৫ শতাংশ এসেছে পর্যটন থেকে। লোকসভায় এক লিখিত জবাবে এ কথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত।
মন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালে ৯.৫২ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলেন ভারতে। এর মধ্যে ৪৬.২ শতাংশ এসেছিলেন শুধুমাত্র ভ্রমণ করতে। এছাড়া ২৬.৯ শতাংশ বিদেশি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত।
মন্ত্রী আরও জানিয়েছেন, থার্ড ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট অনুসারে ২০১৮-১৯ সালের তথ্য বলছে, ভারতের জিডিপি-তে পর্যটনের অবদান ছিল ৫.০১ শতাংশ, ২০২২-২৩ সালেও সেটা ছিল ৫ শতাংশ। ২০২০-২১ সালে ও ২০২১-২২ সালে এই হার ছিল যথাক্রমে ১.৫০ শতাংশ ও ১.৭৫ শতাংশ।
মন্ত্রী আরও জানান, ভিনদেশের মানুষ যদি চিকিৎসার জন্য ভারতে আসতে চান, তাহলে তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার ই-মেডিক্যাল ভিসার ব্যবস্থা করেছে। মন্ত্রীকে আরও প্রশ্ন করা হয়েছিল যে বিমানভাড়া বেড়ে যাওয়ার ফলে কোনও প্রভাব পড়েছে কি না। মন্ত্রী জানিয়েছেন, এমন কোনও সমীক্ষা করা হয়নি।