যেমনটা জানানো হয়েছিল, হল ঠিক তেমনটাই। সকাল বেলা পরিবারের লোকজন জয়পুর উড়ে গেলেও ভিক্যাট জয়পুরের উদ্দেশে রওনা দিলেন সোমবার সন্ধে নামতেই। পরনে ঝলমলে পোশাক। কালো চশমা আর হুডির চিরাচরিত এয়ারপোর্ট লুক আজ যেন উধাও। আর মাত্র কয়েক ঘণ্টা। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বলিউডের এই বছরের সবচেয়ে চর্চিত বিয়ের অনুষ্ঠান।
প্রথমে মায়ের সঙ্গে ক্যাটরিনা ও তার খানিক পরেই ভিকিকে দেখতে পাওয়া গেল বিমানবন্দরে। মুখে চওড়া হাসি। পাপারাজ্জিকে দেখে লুকোনোর মরিয়া চেষ্টাও যেন আজ উধাও। বরং জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ আত্মবিশ্বাসী দুজনেই। পোশাকেও রঙমিলান্তি। উজ্জ্বল কমলা রঙে নিজেকে মুড়ে হবু বউ ক্যাটরিনা যাত্রা শুরু করলেন জয়পুরের উদ্দেশে। অন্যদিকে ভিকির শার্টেও কমলার ছোঁয়া। মুখে চাপ দাড়ি আর একগাল হাসিতে এগিয়ে এসে হাতও নাড়লেন পাপারাজ্জিদের উদ্দেশে।
এ দিন সকালে ক্যাটরিনার বাড়ি থেকে সারি সারি মালপত্র বের হতে দেখা গিয়েছিল। সকাল থাকতেই হাজির হয়েছিলেন তাঁর বোন ও প্রিয় বন্ধু ফ্যাশন ডিজাইনার অনিতাও। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি যে চরমে তার আঁচ পাওয়া খুব একটা কঠিন নয়।
শোনা যাচ্ছে, ভিক্যাটের বিয়েতে নাকি বড় দায়িত্ব পালন করতে চলেছেন করণ জোহর ও ফারহা খান। তাঁদের সঙ্গীতের কোরিওগ্রাফির দায়িত্ব নাকি পড়েছে ওই দুই পরিচালকের উপর। জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এমনটাই। শিলা, অর্থাৎ ক্যাটরিনার সঙ্গে নাকি ফারহা খানের সম্পর্ক বেজায় ভাল। তাই ক্যাটরিনার দিকের দায়িত্ব থাকবে ফারহা খান ও জোয়া আখতারের কাছে। অন্যদিকে করণ জোহরের উপর দায়িত্ব পড়েছে ভিকি কৌশলের দিকের কোরিওগ্রাফির দায়িত্ব নেওয়ার। সূত্র বলছে, মেহেন্দি ও সঙ্গীত নাকি ডিসেম্বরের ৭ ও ৮ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। রাজস্থান থেকে ফিরে মুম্বইতে রিসেপশন পার্টির আয়োজন করার কথা রয়েছে ভিক্যাটের। সেখানেও উপস্থিত থাকার থাকা বলিউডের অনেক তারকারই।
আরও পড়ুন- Vicky-Katrina: ‘কাউন্টডাউন বিগিনস’! একে একে মুম্বই ছাড়ছেন ভিকি-ক্যাটরিনার প্রিয়জনেরা