ক্যাটরিনা কাইফ কি মা হতে চলেছেন? বাবা হচ্ছেন ভিকি? বিগত বেশ কিছু দিন ধরে এই নিয়েই আলোচনা তুঙ্গে। নেপথ্যে রয়েছে বেশ কিছু সুনির্দিষ্ট কারণও। এরই মধ্যে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে প্রকাশ্যে চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন সেলিব্রিটি সংখ্যাতত্ত্ববিদ সঞ্জয় বি জুমানি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জুমানি জানিয়েছেন তাঁর গণনা বলছে আগামী বছরেই মা হবেন ক্যাটরিনা কাইফ। কেন তিনি এমনটা মনে করছেন এর নেপথ্যেও সুনির্দিষ্ট কারণ জানিয়েছেন জুমানি।
তাঁর কথায়, “এই মুহূর্তে ৪০ বছরে রয়েছেন ক্যাটরিনা। তাঁর নম্বর ৭। আর ২০২৩কে যোগ করলে যোগফল দাঁড়ায় সেই সাত।” ছেলে হবে নাকি মেয়ে? এই প্রশ্নের উত্তর অবশ্য সরাসরি দিতে চাননি জুমানি। তাঁর যুক্তি, “ছেলে হবে নাকি মেয়ে টুইঙ্কল খান্না ও কাজলের ক্ষেত্রে মিলে গেলেও ঐশ্বর্যার ক্ষেত্রে তা মেলেনি। তাই এই নিয়ে কথা বলতে চাই না। কারণ, জীবনকে যতটা সোজা ভাবা হয় তা অনেক বেশি কঠিন”। প্রসঙ্গত, এই মুহূর্তে স্বামী ভিকি কৌশলের সঙ্গে মালদ্বীপে জন্মদিন পালন করতে উড়ে গিয়েছেন ক্যাটরিনা। বিয়ের পর এই তাঁর প্রথম জন্মদিন। ৪০-এ পা দিয়েছেন তিনি। শুধু স্বামী নন, রয়েছেন তাঁর কাছের বন্ধুরাও। রয়েছেন ভিকির ভাই সানি কৌশল ও তাঁর বান্ধবী শর্বরীও।
কেন ক্যাটরিনার মা হওয়া নিয়ে চারিদিকে চলছে নানা জল্পনা? বিগত বেশ কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ক্যাটরিনা। এমনকি জনসমক্ষেও তাঁকে বিশেষ দেখা যায়নি। যে পোশাক পরে তাঁকে মালদ্বীপে যাওয়ার জন্য বিমানবন্দরে দেখা গিয়েছিল সেই পোশাক ছিল বেশ ঢিলেঢোলা। সে কারণেই নেটিজেনদের একাংশ ধারণা করে নেন, মা হতেই চলেছেন তিনি। যদিও ভিকি বা ক্যাটরিনা এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেননি। সোনম ও আলিয়া ভাটের পর বলিউড আরও এক খুশির খবর পায় কিনা তা জানতেই উৎসুক ভক্তরা।