Alia-Ranbir: বউ অন্তঃসত্ত্বা আর রণবীর কিসে মেতে রয়েছেন দেখুন

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 17, 2022 | 10:55 AM

Alia-Ranbir: হলিউডের ছবির শুটিং শেষ করলেন সম্প্রতি। ছবির সেই শুটিং ফ্লোর থেকে তাঁর বেবি বাম্পের ছবি হয়েছে ভাইরাল।

Alia-Ranbir: বউ অন্তঃসত্ত্বা আর রণবীর কিসে মেতে রয়েছেন দেখুন
রণবীরের মজে সুরে, আলিয়া দেখছেন তাঁকে

Follow Us

অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) বহুদিনের স্বপ্নের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। ২০১৮ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। তারও আগে থেকে চলছিল ছবি নিয়ে গবেষণার কাজ। সেই ছবির এবার মুক্তির অপেক্ষায়। ছবির একটি গান ‘কেসরিয়া’র টিজার দিয়ে পরিচালক তাঁর বন্ধু ছবির নায়ক রণবীর কাপুরের (Ranbir Kapoor)  বিয়ের ইঙ্গিত দেন। ছবির নায়িকা আলিয়া ভাটের (Alia Bhatt)

সঙ্গে প্রেম শুরু হয় অয়নের ছবির সেটেই। টিজার ইতিমধ্যেই জনপ্রিয়। এবার সেই গান পুরো শুনতে পাবেন শ্রোতারা। তেমন কথাই নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন আলিয়া। শুধু তাই নয়, কীভাবে এই গানে মজে রয়েছেন পরিচালক-নায়ক সেই ছবিও ভাগ করেছেন তিনি। আজ মুক্তি পাবে ‘কেসরিয়া’। অরিজিৎ সিংয়ের গাওয়া এই গান।

‘ব্রহ্মাস্ত্র’ ভারতীয় পুরাণের উপর তৈরি কল্পকাহিনি নির্ভর ছবি। রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অয়ন কীভাবে তাঁর কেরিয়ার এই ছবির জন্য উৎসর্গ করেছেন। অয়নের সেই বহু প্রতীক্ষিত ছবির এই গানের শুটিং হয়েছে বেনারসে এই বছরই। শুটিং শেষে রণবীর-আলিয়া-অয়ন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন। তখন থেকেই শুরু হয়েছিল রণবীর-আলিয়ার বিয়ের। তারপর অয়ন গানের টিজার দিয়ে সেই সেই জল্পনাকে হাওয়া দিয়েছিলেন। তারপর ১৪ এপ্রিল অত্যন্ত ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে হয় দুইজনের। বিয়ের কিছুদিনের মধ্যেই আলিয়া ভাগ করে নেন তাঁদের প্রথম সন্তান আসার খবর।

তাঁকে ভুলে ‘কেসরিয়া’ গানের ছন্দে কীভাবে মজে আছেন রণবীর সেই ছবি  ভক্তদের দেখিয়েছেন আলিয়া। সঙ্গে ক্যাপশন দিয়েছেন ‘বর্তমান মুড: আর অপেক্ষা করতে পারছি না সকলের সঙ্গে পুরো গানটি ভাগ জন্য।’

আলিয়া বর্তমানে অন্তঃসত্ত্বা। এর মধ্যেই তিনি নিজের কাজগুলো সেরে নিচ্ছেন। ব্রহ্মাস্ত্র ছাড়াও, আলিয়া ভাট ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ডার্লিং’ এবং ‘হার্ট অফ দ্য স্টোর’ ছবিতে কাজ করছেন। হলিউডের ছবির শুটিং শেষ করলেন সম্প্রতি। ছবির সেই শুটিং ফ্লোর থেকে তাঁর বেবি বাম্পের ছবি হয়েছে ভাইরাল। অন্যদিকে রণবীরের ‘শামশেরা’ মুক্তি পেতে চলেছে ২২ জুলাই, ২০২২। লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি ছবিতে তিনি কাজ করছেন শ্রদ্ধা কাপুরের সঙ্গে। আর রশ্মিকা মনদানার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে।

Next Article