সলমন খানের হাত ধরেই বলিউডে নিজের কেরিয়ার পাকা হয়েছিল বিদেশী-কন্যে ক্যাটরিনা কাইফের। সেই সলমন খানই জীবনে পার করে ফেললেন ৫৭ টি বসন্ত। একসময় ক্যাটরিনা ও সলমনের প্রেম নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এর পর বিচ্ছেদ হয়। হয় সম্পর্কের অবনতিও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই খারাপ-বাসাও বদলে যায় বন্ধুত্বে। আজ সলমন ও ক্যাটরিনার সম্পর্ক বেশ ভাল। অভিনেতার ৫৭ বছরে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনাও। কিন্তু কী লিখেছেন জানেন? আর পাঁচজনের মতো শুভেচ্ছা নয়, বরং প্রাক্তনের বিশেষ বার্তা খানিক আলাদা। ক্যাটরিনা ও শুভেচ্ছার টাইগার ফ্যাঞ্জাইজির ছবি সুপারহিট। জন্মদিনের সেই অনুসর্গই টেনে এনেছেন ক্যাটরিনা। সলমনের এক সাদা-কালা ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। আর ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ছবির উপরেই লিখেছেন, “টাইগার, টাইগার, টাইগার কা হ্যাপি বার্থডে।” একই সঙ্গে মনেও করিয়ে দিয়েছেন টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি মুক্তি পেতেও আর বেশি দেরি নেই।
ভিকির সঙ্গে গত বছর বিয়ে সেরেছেন ক্যাটরিনা। সম্প্রতি তাঁদের বিয়ের এক বছর পার হয়েছে। তবে এখনও ব্যাচেলর সলমন খান। এমন নয় যে ভিকির সঙ্গে বৈরিতা রয়েছে সলমনের। সম্প্রতি সলমনের শো ‘বিগবস’-এও হাজির ছিলেন ভিকি কৌশল। সেখানেও সলমন খানের সঙ্গে তিনি মেতেছিলেন মজার খুনসুটিতে। প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।
প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। কেটে গেল গোটা এক বছরও আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান। তবে সলমনের সঙ্গেও বিবাদ নয়। হাজার হোক, ইন্ডাস্ট্রির ভাইজান বলে কথা!