Rishabh Pant Controversy: ‘এতটা অপমান…’, ঋষভ পন্থের কাণ্ডে চরম ক্ষোভ উগরে দিলেন কৌশিকি চক্রবর্তী

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 11, 2022 | 10:26 AM

Rishabh Pant: আবারও শিরোনামে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে তাঁর খেলার জন্য নয়। চর্চায় তাঁর করা এক বিজ্ঞাপনের কাজ। ক্রিকেটার উপর ক্ষুব্ধ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতমহলের একটা বড় অংশ। গায়িকা কৌশিকি চক্রবর্তী থেকে সেতার বাদক পূর্বায়ন চট্টোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর উপর।

Follow Us

আবারও শিরোনামে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে তাঁর খেলার জন্য নয়। চর্চায় তাঁর করা এক বিজ্ঞাপনের কাজ। ক্রিকেটার উপর ক্ষুব্ধ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতমহলের একটা বড় অংশ। গায়িকা কৌশিকি চক্রবর্তী  (Kaushiki Chakraborty) থেকে সেতার বাদক পূর্বায়ন চট্টোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর উপর। প্রশ্ন তুলেছেন, বিজ্ঞাপন নির্মাতাদের উপরেও। কী রয়েছে ওই বিজ্ঞাপনে যা নিয়ে হচ্ছে এত আলোচনা। বিজ্ঞাপনের বয়স মাস তিনেক। ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই ওই বিজ্ঞাপন মুক্তি পেয়েছিল। বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে এক শাস্ত্রীয় সঙ্গীতের বেশ ঋষভ। সেখানেই নানা মুখাভঙ্গি করে গান গাওয়ার চেষ্টা করছেন তিনি। একটা সময় গান গাইতে না পেরে ঋষভ বলছেন, “ভাগ্যিস নিজের স্বপ্নকে অনুসরণ করেছিলাম, নয়তো আমার যে কী হত”। আর এতেই আপত্তি জানিয়েছে সঙ্গীতমহল। তাঁদের অভিযোগ, একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীকে এভাবে অনুকরণে আদপে অপমান করেছেন ঋষভ। শুরু হয়েছে টুইট বর্ষণও।

 

এই সেই বিজ্ঞাপন 

 

 

 

কৌশিকি চক্রবর্তী যেমন লিখেছেন, “জানি না কী লিখব। আমার খারাপ লাগাকে ভাষায় প্রকাশ করার মত শব্দ নেই আমার কাছে। নিজের ঐতিহ্যকে অসম্মান করলে তোমায় বোকা দেখায় ঋষভ। এই সঙ্গীতই পন্ডিত রবি শঙ্কর, উস্তাফ জাকির হুসেন, পন্ডিত ভীমসেন যোশী লালন করেছেন। যা করলে তা আশা করি তোমার ভাগ্য। কিন্তু যেভাবে করলে সত্যিই কি তার দরকার ছিল?” এখানেই থামেননি তিনি। আরও লেখেন, “আমি বহু বছর ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে আসছি। আমি ক্রিকেট দেখি না। কিন্তু তোমার কাজকে আমি কখনও অসম্মান করিনি। যখন তুমি কিছু জানো না, তখন অন্তত সেই কাজের প্রতি শ্রদ্ধাশীল হও।” ছাড়েননি পূর্বায়ন চট্টোপাধ্যায়ও। তিনি লেখেন, “ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আমাদের পরিচয়। আর ভারতীয় নাগরিক হিসেবে আমাদের তাকে সম্মান জানানো উচিৎ। কিন্তু তা হয়নি।” তিনি আরও জানান, ক্রিকেট জগতেও কিন্তু বহু মানুষ শাস্ত্রীয় সঙ্গীতকে ভালবাসেন। এঁদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারসহ অনেকেই।

তাঁদের সঙ্গে সহমত পোষণ করেছেন টুইটার ব্যবহারকারীদের একটা বড় অংশ। তাঁদের মতে, অবিবেচকের মতো কাজ করেছেন ঋষভ। বিজ্ঞাপনটি করার আগে তাঁর ভাল করে নিজের দেশ, নিজের ঐতিহ্য সম্পর্কে জানা উচিৎ ছিল। যদিও ঋষভ এখনও পর্যন্ত এ নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি।

আবারও শিরোনামে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে তাঁর খেলার জন্য নয়। চর্চায় তাঁর করা এক বিজ্ঞাপনের কাজ। ক্রিকেটার উপর ক্ষুব্ধ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতমহলের একটা বড় অংশ। গায়িকা কৌশিকি চক্রবর্তী  (Kaushiki Chakraborty) থেকে সেতার বাদক পূর্বায়ন চট্টোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর উপর। প্রশ্ন তুলেছেন, বিজ্ঞাপন নির্মাতাদের উপরেও। কী রয়েছে ওই বিজ্ঞাপনে যা নিয়ে হচ্ছে এত আলোচনা। বিজ্ঞাপনের বয়স মাস তিনেক। ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই ওই বিজ্ঞাপন মুক্তি পেয়েছিল। বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে এক শাস্ত্রীয় সঙ্গীতের বেশ ঋষভ। সেখানেই নানা মুখাভঙ্গি করে গান গাওয়ার চেষ্টা করছেন তিনি। একটা সময় গান গাইতে না পেরে ঋষভ বলছেন, “ভাগ্যিস নিজের স্বপ্নকে অনুসরণ করেছিলাম, নয়তো আমার যে কী হত”। আর এতেই আপত্তি জানিয়েছে সঙ্গীতমহল। তাঁদের অভিযোগ, একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীকে এভাবে অনুকরণে আদপে অপমান করেছেন ঋষভ। শুরু হয়েছে টুইট বর্ষণও।

 

এই সেই বিজ্ঞাপন 

 

 

 

কৌশিকি চক্রবর্তী যেমন লিখেছেন, “জানি না কী লিখব। আমার খারাপ লাগাকে ভাষায় প্রকাশ করার মত শব্দ নেই আমার কাছে। নিজের ঐতিহ্যকে অসম্মান করলে তোমায় বোকা দেখায় ঋষভ। এই সঙ্গীতই পন্ডিত রবি শঙ্কর, উস্তাফ জাকির হুসেন, পন্ডিত ভীমসেন যোশী লালন করেছেন। যা করলে তা আশা করি তোমার ভাগ্য। কিন্তু যেভাবে করলে সত্যিই কি তার দরকার ছিল?” এখানেই থামেননি তিনি। আরও লেখেন, “আমি বহু বছর ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে আসছি। আমি ক্রিকেট দেখি না। কিন্তু তোমার কাজকে আমি কখনও অসম্মান করিনি। যখন তুমি কিছু জানো না, তখন অন্তত সেই কাজের প্রতি শ্রদ্ধাশীল হও।” ছাড়েননি পূর্বায়ন চট্টোপাধ্যায়ও। তিনি লেখেন, “ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আমাদের পরিচয়। আর ভারতীয় নাগরিক হিসেবে আমাদের তাকে সম্মান জানানো উচিৎ। কিন্তু তা হয়নি।” তিনি আরও জানান, ক্রিকেট জগতেও কিন্তু বহু মানুষ শাস্ত্রীয় সঙ্গীতকে ভালবাসেন। এঁদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারসহ অনেকেই।

তাঁদের সঙ্গে সহমত পোষণ করেছেন টুইটার ব্যবহারকারীদের একটা বড় অংশ। তাঁদের মতে, অবিবেচকের মতো কাজ করেছেন ঋষভ। বিজ্ঞাপনটি করার আগে তাঁর ভাল করে নিজের দেশ, নিজের ঐতিহ্য সম্পর্কে জানা উচিৎ ছিল। যদিও ঋষভ এখনও পর্যন্ত এ নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেননি।

Next Article