Nora Fatehi: রোনাল্ডো খুব ভাল নাচতে পারবে: বিশ্বকাপ থেকে ঘুরে এসে বললেন নোরা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 10, 2022 | 9:17 PM

Nora Fatehi: কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আমন্ত্রিত ছিলেন নোরা ফতেহি। ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করতে দেখা গিয়েছিল তাঁকে। কেমন ছিল সেখানকার অভিজ্ঞতা? কেমন ছিল প্রস্তুতি? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গের এক ইচ্ছের কথাও প্রকাশ্যে আনলেন তিনি।

Nora Fatehi: রোনাল্ডো খুব ভাল নাচতে পারবে: বিশ্বকাপ থেকে ঘুরে এসে বললেন নোরা
মুখ খুললেন বিশ্বকাপে আমন্ত্রিত নোরা ফতেহি

Follow Us

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আমন্ত্রিত ছিলেন নোরা ফতেহি। ফিফা ফ্যান ফেস্টে পারফর্ম করতে দেখা গিয়েছিল তাঁকে। কেমন ছিল সেখানকার অভিজ্ঞতা? কেমন ছিল প্রস্তুতি? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গের এক ইচ্ছের কথাও প্রকাশ্যে আনলেন তিনি। তাঁর কথায়, “দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি। প্রায় কুড়ি জন নৃত্যশিল্পী আমার সঙ্গে ভারত থেকে কাতারে উড়ে গিয়েছিলেন।” বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সামনে নাচ করা, তিনি কি ভয় পেয়েছিলেন? নোরা জানিয়েছেন, তিনি বেজায় ভয় পেয়েছিলেন। একই সঙ্গে ভারত ও মরক্কোর প্রতিনিধি হয়ে গিয়েছিলেন তিনি। মরক্কোর মানুষ তিনি, ভারত তাঁর কর্মভূমি। ফিফার প্রেসিডেন্ট নিজেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভিআইপি বক্সে একটি ম্যাচ দেখার জন্য। পর্তুগাল বনাম উরুগুয়ে ম্যাচ স্টেডিয়ামে বসেই দেখার সৌভাগ্য হয়েছিল তাঁর। রোনাল্ডোকে দেখে আপ্লুত তিনি। মনে করেন, খুব ভাল নাচ করতে পারবেন এই ফুটবলার। তাঁর কথায়, “রোনাল্ডোর সঙ্গে ডান্স নম্বর করলে বেজায় ভাল লাগত। যখন তাঁকে খেলা দেখেছি তাঁর পায়ের কাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।

ওদিকে রোনাল্ডোর নোরা যখন প্রশংসায় পঞ্চমুখ, তখন এই ফুটবলারের কেরিয়ার বিশ বাঁও জলে। পর পর দু’ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। কোচের সঙ্গেও তিক্ততা পৌঁছেছে চরমে। এই বিশ্বকাপে এখনও অবধি তাঁর পারফরম্যান্স নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

প্রসঙ্গত, বাইরে থেকে এসে বলিউডে সাম্রাজ্য বিস্তার করেছেন নোরা। তাঁর নাচের জাদুতে বুঁদ সকলেই। সিনেমায় অভিনয়ের থেকেও তাঁকে বেশি দেখা গিয়েছেন আইটেম নাচেই। এ ছাড়াও বেশ কিছু নাচের রিয়ালিটি শো’তে বিচারকের ভূমিকাতেও দেখা গিয়েছে নোরাকে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল থ্যাঙ্ক গড ছবিতে। আগামীতে জন আব্রাহাম ও রীতেশ দেশমুখের সঙ্গে তাঁকে দেখা যাবে হান্ড্রেড পারসেন্ট ছবিতে। হাতে রয়েছে বেশ কিছু ছবিও।