Brahmanandam: দেশের সব থেকে দামি কমেডিয়ানকে চেনেন, অজয় দেবগণের থেকেও বেশি সম্পত্তি, গিনেস বুকে ব্রহ্মানন্দম

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 27, 2022 | 2:01 PM

Brahmanandam: তিন দশক ধরে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ভারতের বুকে তাঁর চাহিদা বর্তমানে তুঙ্গে। পেয়েছেন পদ্মাশ্রী পুরস্কার, ফিল্মফেয়ার, নান্দি পুরস্কার প্রভৃতি।

1 / 9
কপিল শর্মা বা ভারতী সিং নন, ভারতের সব থেকে বেশি জনপ্রিয় ও দামি কমেডিয়ান হলেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম। তাঁকে ছবির দৌলতে অনেকেই চিনতে শুরুতে করেন, পরবর্তীতে তাঁর দাপট প্রমাণিত কমেডি জ্যঁরে।

কপিল শর্মা বা ভারতী সিং নন, ভারতের সব থেকে বেশি জনপ্রিয় ও দামি কমেডিয়ান হলেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম। তাঁকে ছবির দৌলতে অনেকেই চিনতে শুরুতে করেন, পরবর্তীতে তাঁর দাপট প্রমাণিত কমেডি জ্যঁরে।

2 / 9
মোটের ওপর ১০০০ টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রতিটা ছবির ক্ষেত্রেই মূল রসদই ছিল তাঁর কমিক, তেলুগু ইন্ডাস্ট্রিতে ব্রহ্মানন্দম সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন।

মোটের ওপর ১০০০ টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রতিটা ছবির ক্ষেত্রেই মূল রসদই ছিল তাঁর কমিক, তেলুগু ইন্ডাস্ট্রিতে ব্রহ্মানন্দম সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন।

3 / 9
এক একটি ছবি করতে তিনি এক থেকে দু-কোটি টাকা চার্জ করে থাকেন। ১০০০টি ছবিতে অভিনয়ের সুবাদে নাম লিখিয়েছেন তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।

এক একটি ছবি করতে তিনি এক থেকে দু-কোটি টাকা চার্জ করে থাকেন। ১০০০টি ছবিতে অভিনয়ের সুবাদে নাম লিখিয়েছেন তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।

4 / 9
বলিউডের স্টার অভিনেতা অজয় দেবগণের মোট সম্পত্তির পরিমাণ ২৯৫ কোটি টাকা। ব্রহ্মানন্দমের মোট সম্পত্তির পরিমাণ বলিউডের বাঘা বাঘা অভিনেতাকেও পেছনে ফেলে দিতে সক্ষম। তাঁর এখনও পর্যন্ত সঞ্চয় ৩৪০ কোটি টাকা।

বলিউডের স্টার অভিনেতা অজয় দেবগণের মোট সম্পত্তির পরিমাণ ২৯৫ কোটি টাকা। ব্রহ্মানন্দমের মোট সম্পত্তির পরিমাণ বলিউডের বাঘা বাঘা অভিনেতাকেও পেছনে ফেলে দিতে সক্ষম। তাঁর এখনও পর্যন্ত সঞ্চয় ৩৪০ কোটি টাকা।

5 / 9
অবসর সময় তাঁর কাটে পাথরের মূর্তি গড়ে। হাতের কাজে তিনি বরাবরই প্রশংসিত, রান্না হোক বা ঘর গোছানো, যে কাজে তিনি হাত দেবেন, সেটাই যত্নের সঙ্গে শেষ করে থাকেন ব্রহ্মানন্দম।

অবসর সময় তাঁর কাটে পাথরের মূর্তি গড়ে। হাতের কাজে তিনি বরাবরই প্রশংসিত, রান্না হোক বা ঘর গোছানো, যে কাজে তিনি হাত দেবেন, সেটাই যত্নের সঙ্গে শেষ করে থাকেন ব্রহ্মানন্দম।

6 / 9
কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখাই তাঁর পছন্দ। বার্ধক্যজণিত কারণে শরীরে ভাঙন ধরেছে। এসেছে বয়েসের ছাপ, তবে তাঁর কাজের ধারালো উপস্থাপনা বিন্দুমাত্র ফিকে হয়নি।

কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখাই তাঁর পছন্দ। বার্ধক্যজণিত কারণে শরীরে ভাঙন ধরেছে। এসেছে বয়েসের ছাপ, তবে তাঁর কাজের ধারালো উপস্থাপনা বিন্দুমাত্র ফিকে হয়নি।

7 / 9
বিপুল পরিমাণ ভক্তের সংখ্যা ব্রহ্মানন্দমের। কমিক শো-এর জন্য নিয়ে থাকেন রাত পিছু প্রায় পাঁচ কোটি টাকা। মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় টিকিট। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই কমিক কিং কমেডি দুনিয়ার সুপারস্টার।

বিপুল পরিমাণ ভক্তের সংখ্যা ব্রহ্মানন্দমের। কমিক শো-এর জন্য নিয়ে থাকেন রাত পিছু প্রায় পাঁচ কোটি টাকা। মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় টিকিট। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই কমিক কিং কমেডি দুনিয়ার সুপারস্টার।

8 / 9
তিন দশক ধরে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ভারতের বুকে তাঁর চাহিদা বর্তমানে তুঙ্গে। পেয়েছেন পদ্মাশ্রী পুরস্কার, ফিল্মফেয়ার, নান্দি পুরস্কার প্রভৃতি।

তিন দশক ধরে একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। ভারতের বুকে তাঁর চাহিদা বর্তমানে তুঙ্গে। পেয়েছেন পদ্মাশ্রী পুরস্কার, ফিল্মফেয়ার, নান্দি পুরস্কার প্রভৃতি।

9 / 9
রয়েছে চার দামি গাড়িও যার মধ্যে অডি Q7, অডি R8 অন্যতম। বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর। বর্তমানে ২৪ কোটি টাকা তিনি বছরে আয় করে থাকেন।

রয়েছে চার দামি গাড়িও যার মধ্যে অডি Q7, অডি R8 অন্যতম। বর্তমানে তাঁর বয়স ৬৫ বছর। বর্তমানে ২৪ কোটি টাকা তিনি বছরে আয় করে থাকেন।