Tolly Gossip: কুমার শানুর ছেলেকে ‘মন’ দিলেন বাংলা সিরিয়ালের সুন্দরী নায়িকা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 14, 2023 | 8:19 PM

Jaan Kumar Shanu: জান কুমার শানু-- পেশায় তিনি সঙ্গীতশিল্পী। তবে তাঁর আরও এক পরিচয় রয়েছে... তিনি কুমার শানুর ছেলেও বটে। বাবার মতো বিশ্বজোড়া খ্যাতি তিনি পাননি, তবে হাল ছাড়েননি জান। সেই জান কুমার শানুই এবার নয়া রোম্যান্সে মজলেন এক বাঙালি কন্যের সঙ্গে! কে তিনি জানেন?

Tolly Gossip: কুমার শানুর ছেলেকে মন দিলেন বাংলা সিরিয়ালের সুন্দরী নায়িকা
কুমার শানুর ছেলেকে 'মন' দিলেন বাংলা সিরিয়ালের সুন্দরী নায়িকা

Follow Us

জান কুমার শানু– পেশায় তিনি সঙ্গীতশিল্পী। তবে তাঁর আরও এক পরিচয় রয়েছে… তিনি কুমার শানুর ছেলেও বটে। বাবার মতো বিশ্বজোড়া খ্যাতি তিনি পাননি, তবে হাল ছাড়েননি জান। সেই জান কুমার শানুই এবার নয়া রোম্যান্সে মজলেন এক বাঙালি কন্যের সঙ্গে! কে তিনি জানেন? ওয়েব সিরিজ ও ধারাবাহিকের পরিচিত মুখ– সৃজলা গুহ। তাঁর সঙ্গেই আদুরে ছবি প্রকাশ্যে এসে গায়কের। একই সঙ্গে হয়েছে মনের আদান প্রদানও। কী ভাবছেন? নতুন প্রেম? ব্যাপারটা তবে খুলেই বলা যাক। বিগবসে অংশ নিলেও কেরিয়ার জমেনি জানের। তাই বঙ্গতনয় এবার ঘাঁটি গাড়তে চলেছেন এই বাংলাতেই। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসতে চলেছে তাঁর এক নতুন মিউজিক ভিডিয়ো। যেই ভিডিয়োতে রয়েছে অভিনেত্রী সৃজলা গুহও। ওই মিউজিক ভিডিয়োয় গান গেয়েছেন জান। গানের কথা লিখেছেন সোহম মজুমদার। অন্যদিকে সঙ্গীতের দায়িত্বে রয়েছে শিলাদিত্য-সোম। প্রকাশ্যে ওই মিউজিক ভিডিয়ো পোস্টার। গানের নাম ‘মন’। আদ্যপান্ত এক রোম্যান্টিক গান, তা সেই ভিডিয়ো দেখে আঁচ করাই যায়। সৃজলার সঙ্গে তাঁর রসায়ন কতটা জমে এখন সেটাই দেখার।

জান স্টারকিড। কিন্তু সত্যিই কি স্টারকিড সুলভ কোনও সুবিধে তিনি পেয়েছেন? এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অন্য যে কোনও মানুষ যে ভাবে উপার্জন করেন, আমাকেও সে ভাবেই উপার্জন করতে হয়। আমি তো বলব, কুমার শানুর ছেলে হওয়ার কারণেই অন্যদের থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হয় আমাকে। লোকে ভাবে, রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে, তাই ওর কাছে সবটাই সহজ। যে প্রিভিলেজ তাকে সাহায্য করব কেন, বরং অন্য কাউকে কাজ দেব। আসলে কিন্তু আমার বিষয়টা অনেক কঠিন। লোকে ভেবে নেয় আমার কাছে অনেক কাজ আছে। এই ভুল ধারণা ভাঙার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য লড়াই করছি।”

Next Article