AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood: বঙ্কিমের ‘আনন্দমঠ’-এ দক্ষিণী ছোঁয়া, কলমে ‘আরআরআর’ খ্যাত রাজামৌলির বাবা, তৈরি হবে ইতিহাস

Tollywood: বঙ্কিমের ১২৮তম মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা প্রযোজক রাম কমল মুখোপাধ্যায়, সূরজ শর্মা ও সুজয় কুট্টি। আনন্দমঠ অবলম্বন আসতে চলেছে হিন্দি ছবি '১৭৭০-এক সংগ্রাম'। কিন্তু চমকের বোধহয় এখানেই শেষ নয়।

Tollywood: বঙ্কিমের 'আনন্দমঠ'-এ দক্ষিণী ছোঁয়া, কলমে 'আরআরআর' খ্যাত রাজামৌলির বাবা, তৈরি হবে ইতিহাস
আসছে এক নতুন চমক
| Edited By: | Updated on: Apr 08, 2022 | 4:42 PM
Share

১৮৭২ সালে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ। সেই আনন্দমঠেই এবার দক্ষিণী ছোঁয়া। আরও একবার ম্যাগনাম ওপাসের সাক্ষী হতে চলেছে গোটা দেশ। দায়িত্বে যখন রাজামৌলির পরিবার, তখন আয়োজন যে নেহাত সামান্য নয়, তা তো আন্দাজ করাই যায়। ব্যাপারটা খুলেই বলা যাক।

বঙ্কিমের ১২৮তম মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা প্রযোজক রাম কমল মুখোপাধ্যায়, সূরজ শর্মা ও সুজয় কুট্টি। আনন্দমঠ অবলম্বনে আসতে চলেছে হিন্দি ছবি ‘১৭৭০-এক সংগ্রাম’। কিন্তু চমকের বোধহয় এখানেই শেষ নয়। ছবির চিত্রনাট্য লিখবেন কিংবদন্তী লেখক কে.ভি বিজয়েন্দ্র প্রসাদ। যিনি মগধীরা,  আরআরআর সহ একগুচ্ছ ব্লকবাস্টার ছবির চিত্রনাট্য লিখেছেন। তাঁর আরও এক পরিচয় তিনি পরিচালক রাজামৌলির বাবা। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনিও। তাঁর কথায়, “যখন সুজয় আমায় এই ছবির জন্য বলে আমি কিছুটা অবাক হয়ে যাই। বহু বছর আগে এই বইটি আমি পড়েছিলাম। সত্যি কথা বলতে আমার মনে হয়েছিল এখনকার প্রজন্ম হয়তো কোনও ভাবেই এর প্লটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে না। কিন্তু রামকমলের সঙ্গে সাক্ষাতের পর আমি বুঝতে পারি ছবিটি নিয়ে ওর এক আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি রাজি হই। আমার কাছে নিঃসন্দেহে এটি চ্যালেঞ্জ”।

ছবিটি মুক্তি পাবে তেলুগু, তামিল ও হিন্দি ভাষায়। বাংলাতেও এই ছবি মুক্তি পাবে কিনা তা এখনও পর্যন্ত নির্ধারিত না হলেও চেষ্টা চলছে। আগামী সেপ্টেম্বরে শুরু হবে ছবির শুটিং। বেশ কিছু অংশ শুট হবে বাংলাতেও। তবে মুক্তি পেতে এখনও ঢের দেরি। উনবিংশ শতকের ইংরেজ অত্যাচার, তৎকালীন আর্থ সামাজিক পরিস্থিতি, দুর্ভিক্ষ, যন্ত্রণা আবারও পুনর্নির্মিত হতে চলেছে, দায়িত্বে যখন বিজয়েন্দ্র প্রসাদ তখন উৎসাহ ও আগ্রহ যে অনেকটাই বেশি তা বলার অপেক্ষা রাখে না।