গোয়াতে শুরু হয়েছে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)। সেখানে একটি বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন ৯০ দশকে বলিউডের ‘ঢকঢক গার্ল’ মাধুরী দীক্ষিত। ৩৮ বছর ধরে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করছেন মাধুরী। তাঁকে সেই কারণেই সম্মান জানানো হয়েছে এদিন। মঞ্চে পুরস্কার নিতে উঠে আবেগতাড়িত হয়ে পড়েন মাধুরী।
পুরস্কার গ্রহণ করে মাধুরী বলেছেন, “ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি দারুণ সব পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ভারতীয় চলচ্চিত্র জগৎ আমার পরিবারের মতো। সবচেয়ে বড় কথা কেরিয়ারে যে সময় যা হওয়ার কথা আমার সঙ্গে ঠিক তাই-ই হয়েছে।”
নিজের মাতৃভাষা কঙ্কনিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মাধুরী। অলক্ষ্যে এই বার্তাও দিয়েছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হলেও ভারতীয় হিসেবে নিজের মাতৃভাষাকে সমাদর করা কতখানি জরুরি। মাধুরী সাফল্যের মাপকাঠি তাঁর সংস্কৃতির প্রতি যত্নও। একাধিক জনপ্রিয় এবং সফল হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন সব বড় তারকার সঙ্গে।
তবে ডাঃ নেনেকে বিয়ে করার পর দীর্ঘ বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। বিদেশে চলে গিয়েছিলেন। দুই পুত্রের জননী হয়েছে। তাঁদের প্রতিপালনে বহু বছর কেটে গিয়েছে অভিনেত্রীর। মাতৃত্বের দায়িত্ব পালন করার পর পর্দায় ফিরেছে স্বমহিমায়। কেবল সিনেমা নয়, ওয়েব সিরিজ়েও কাজ করেছেন মাধুরী। তাঁর কামব্যাক ছবির নাম ছিল ‘আজা নাচলে’। ছবিটি বক্স অফিসে সেরকম ভাল পারফর্ম না করলেও গান এবং নাচের জন্য বাহবা কুড়িয়েছিল। মাধুরীর প্রিয় নাচ। ছবিটি কেন্দ্র করেছিল নাচি। কামব্যাক ছবিতে জমিয়ে নেচেওছিলেন মাধুরী।