IND VS PAK Match Event: রাত পোহালেই ধামাকা, ভারত-পাক ম্যাচের আগেই অরিজিত-শঙ্কর ধামাকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 13, 2023 | 11:54 AM

Live Performance: এখানেই চমক ইতি নয়, সঙ্গে শোনা যাচ্ছে থাকবেন অমিতাভ বচ্চন, থাকবেন সলমন খানও। সলমন খান এই স্টেডিয়ামে এসেই প্রচার করবেন তাঁর আগামী ছবি টাইগার থ্রি-র। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। সলমন খানের শেষ ছবি কিসি কি ভাই কিসি কি জান এক কথায় বলতে গেলে ফ্লপের তকমা পেয়েছে।

IND VS PAK Match Event: রাত পোহালেই ধামাকা, ভারত-পাক ম্যাচের আগেই অরিজিত-শঙ্কর ধামাকা
২০২৩ সালে বলি মুভি রিভিউ-র প্রতিবেদন অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১৪৯ কোটি টাকা। বছরে তিনি গড়ে আয় করে থাকেন ৭২ কোটি টাকা।

Follow Us

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ বুঁদ এখন গোটা দেশ। কারণ এবারে ভারতের মাঠে বিশ্বকাপের আয়োজন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খেলা। তবে সেই তালিকায় যখন হাজির হয় ভারত পাকিস্তানের ম্যাচ, তখন কোথাও গিয়ে যেন বিশ্বকাপের এই উত্তেজনার পারদ দ্বিগুণ হয়ে যায়। তবে চমক এখানেই শেষ নয়। এই ম্যাচের উত্তেজনার পারদ তুঙ্গে তুলতে এবার রয়েছে বিশেষ আয়োজন। ১৪ অক্টোবর নরেন্দ্রমোদী স্টেডজিয়ামে খেলা শুরু দুপুর ২ টো থেকে। যদিও আসর জমবে ১২,৩০ থেকে। কারণ এদিন থাকছেন স্টেডিয়ামে অরিজিৎ সিং। বৃহস্পতিবার রাতেই BCCI থেকে শেয়ার করা হয় এই সুখবর। ম্যাচের আগে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মেতে উঠবে অরিজিৎ সিং-এর সুরে।

এখানেই চমক ইতি নয়, সঙ্গে শোনা যাচ্ছে থাকবেন অমিতাভ বচ্চন, থাকবেন সলমন খানও। সলমন খান এই স্টেডিয়ামে এসেই প্রচার করবেন তাঁর আগামী ছবি টাইগার থ্রি-র। চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। সলমন খানের শেষ ছবি কিসি কি ভাই কিসি কি জান এক কথায় বলতে গেলে ফ্লপের তকমা পেয়েছে। তবে এবার টাই থ্রি ছবি নিয়ে দর্শকদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। এদিন ম্যাচ পূর্বে উপস্থিত থাকছেন তিনিও। থাকছেন শঙ্কর মহাদেবন, থাকছেন রণবীর সিং থাকছেন তামান্না ভাটিয়া, থাকছেন সুখবিন্দর সিং প্রমুখরা।

অরিজিৎ সিং-এর মতো এদিন শঙ্কর মহাদেবনের বিশেষ অনুষ্ঠানের সাক্ষী থাকবেন দর্শকেরা। ফলে ১৪ অক্টোবর যে এক গালা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ভারত পাক ম্যাচের টানটান উত্তেজনা তো বর্তমান রয়েছেই। সব মিলিয়ে শনিবার দুপুর থেকেই জমবে বিশ্বকাপের ময়দান, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Next Article