Kiran Kumar: মায়ের কথায় ওঠে বসে প্রাক্তন প্রেমিক, অভিনেতা কিরণ কুমার সম্পর্কে বলেছিলেন রেখা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 13, 2023 | 2:58 PM

Rekha: রেখার সঙ্গে সম্পর্ক ছিল বলিউড অভিনেতা কিরণ কুমারের। সেই সম্পর্ক ভেঙে যায় ৭০-এর দশকেই। তারপর রেখার জীবনে আরও অনেক পুরুষ এসেছেন। কিন্তু কিরণের সঙ্গে তাঁর আর কোনওদিনও দেখা হয়নি। বিষয়টি নিয়ে সাম্প্রতিককালে খোলামেলা কথা বলেছেন কিরণ। জানিয়েছেন, রেখা সম্পর্কে তাঁর অভিমত।

Kiran Kumar: মায়ের কথায় ওঠে বসে প্রাক্তন প্রেমিক, অভিনেতা কিরণ কুমার সম্পর্কে বলেছিলেন রেখা
রেখা এবং কিরণ।

Follow Us

৭০-এর দশকে আইকনিক অভিনেত্রী রেখার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল অভিনেতা কিরণ কুমারের। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, বহু যুগ হয়ে গিয়েছে রেখার সঙ্গে কোনও কথাই হয়নি তাঁর। এবং রেখার সঙ্গে সাক্ষাৎ ঘটানোর কোনও মনের বাসনও নেই তাঁর। যদিও সেই সাক্ষাৎকারে কিরণ বলেছেন, অভিনেত্রীকে চিরকালই তিনি খুব পছন্দ করতেন।

কিরণ বলেছেন, তাঁর জীবনে কেবল রেখাই একমাত্র নারী ছিলেন না, যিনি তাঁর উপর প্রভাব বিস্তার করেছিলেন। জীবনে আরও অনেক মহিলা এসেছিল, যাঁরা কোনও না-কোনওভাবে তাঁকে প্রভাবিত করেছিলেন। ১৯৭৫ সালে একটি পত্রিকাকে দেওয়ার সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, কিরণ আসলে ‘মাম্মাজ় বয়’ (মায়ের প্রতি অতিরিক্ত আনুগত্য থাকে যে পুত্র সন্তানের)। রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি নাকি দুধ খেতে পছন্দ করেন। পরবর্তীকালে কিরণ বলেছিলেন, “রেখাজি একজন ভালো মানুষ। তাঁর হৃদয়টি সোনার মতো। মুখ তাঁর সুন্দর। আমি জানি না এতগুলো বছর পরও তিনি কীভাবে এত সুন্দর রয়েছেন। তাঁকে আমি খুবই সম্মান করি। অনেকদিনই তাঁর সঙ্গে আমার কোনও কথা হয়নি।”

কেবল কিরণ কুমার নন। বহু বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রেখা। বহু অভিনেতার সঙ্গে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁকে নিয়ে। তালিকায় সকলের প্রথমে রয়েছে অমিতাভ বচ্চনের নাম। রয়েছেন বিনোদ মেহরা, রাজ বব্বররাও। এমনকী সঞ্জয় দত্তও। রেখার সম্পর্কে সঞ্জয় দত্তের মা অভিনেত্রী নার্গিস দত্ত বলেছিলেন, “রেখা বরাবরই ছেলেদের নিজের দিকে আকর্ষণ করার কৌশল খোঁজেন। তাঁদের জড়িয়ে ফেলেন নিজের জীবনের সঙ্গে।”

Next Article