Suicide-ND Prasad: আবার আত্মহত্যা, এবার মালায়ালাম অভিনেতা এনডি প্রসাদ

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 27, 2022 | 11:13 PM

Suicide-ND Prasad: নিভিন পাওলি অভিনীত অ্যাকশন ছবিতে এনডি প্রসাদ খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছ থেকে ভূয়ষী প্রশংসা পেয়েছিলেন।

Suicide-ND Prasad: আবার আত্মহত্যা, এবার মালায়ালাম অভিনেতা এনডি প্রসাদ
আত্মহত্যা করেছেন মালায়ালাম অভিনেতা এনডি প্রসাদ

Follow Us

মালায়ালাম অভিনেতা এনডি প্রসাদ, যিনি বেশ কয়েকটি মালায়ালাম চলচ্চিত্রে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন, রবিবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় তাঁর বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছেন বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী, প্রসাদকে কোচির কালামাসেরিতে তাঁর বাসভবনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর বয়স ছিল ৪৩। প্রসাদ রেখে গিয়েছেন স্ত্রী ও দুই সন্তানকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক চাপ এবং পারিবারিক সমস্যাই তাঁর আত্মহত্যার কারণ হতে পারে। আরও জানা গিয়েছে যে অভিনেতা মাদকসহ ধরা পড়েছিলেন অতীতে। ফলে  বেশ কয়েকটি পুলিশ মামলার আসামিও ছিলেন তিনি। খবর বলছে, গত বছর এর্নাকুলাম এক্সাইজ সার্কেল অফিসের দ্বারা পরিচালিত একটি অভিযানে, প্রসাদকে ২.৫ গ্রাম হাশিশ তেল, ০.১ গ্রাম বুপ্রেনরফিন, ১৫ গ্রাম গাঁজা এবং একটি মাচা রাখার জন্য ধরা হয়েছিল। জানা গেছে, প্রসাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিভিন পাওলি অভিনীত অ্যাকশন ছবিতে এনডি প্রসাদ খলনায়কের ভূমিকায় অভিনয় করে দর্শকদের কাছ থেকে ভূয়ষী প্রশংসা পেয়েছিলেন। সদ্য জনপ্রিয় মলিউড পরিচালক অ্যাব্রিড শাইন পরিচালিত ছবির ক্লাইম্যাক্স শ্যুট শেষ করেছিলেন প্রসাদ। এছাড়াও ‘ইবা’ আর ‘করমানি’-এর মতো আরও কয়েকটি মালায়ালাম ছবিতেও তিনি কাজ করছিলেন। এই দুটি মালায়ালাম সিনেমাতেও প্রসাদ খলনায়কের চরিত্রে  অভিনয় করছিলেন।

অন্যদিকে, সম্প্রতি খবর ছিল যে অ্যাব্রিড শাইন পরিচালিত ‘অ্যাকশন হিরো বিজু’-র (যাঁর জন্য প্রসাদ জনপ্রিয়) প্রযোজকরা ছবির সিক্যুয়েল ঘোষণা করেছিলেন যা নিভিন পাওলির প্রোডাকশন হাউস থেকে করা কথা। ছবিটিতে অভিনেতা অনু ইমানুয়েল, সাইজু কুরুপ, ভালসালা মেনন, জোজু জর্জ, রনি ডেভিড এবং মেজর রবি উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন।

 

Next Article