Actress Harassments: মাঝ আকাশে হেনস্থার শিকার, সাহায্য চেয়েও লাভ হয়নি, অভিযোগ অভিনেত্রীর

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Oct 11, 2023 | 3:24 PM

Harassment On Flight: অভিনেত্রী আরও জানান, বিমানে উপস্থিত সকল সেবাকর্মীদেরই তিনি বারবার তাঁর সমস্যার কথা বলেছিলেন। কিন্তু সকলেই তাঁকে সাহায্যের আশ্বাস দিলেও কেউ আদপে কোনও পদক্ষেপ করেননি। এরপর বিমান থেকে নেমে তিনি প্রথমে নির্দিষ্ট বিমান সংস্থার ডেস্কে গিয়ে সমস্তটা জানান।

Actress Harassments: মাঝ আকাশে হেনস্থার শিকার, সাহায্য চেয়েও লাভ হয়নি, অভিযোগ অভিনেত্রীর

Follow Us

হোটেল থেকে শুরু করে বিমান, রেস্তোরাঁ, বিভিন্ন জায়গায় যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, অধিকাংশ সময়ই সেলেবরা তা সকলের নজরের সামনে আনেন। অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁদের লক্ষ্যে এটাও থাকে, যেন অন্য কারও সঙ্গে এই একই ঘটনা না ঘটে। আর ঠিক সেই কারণে এবারও সকলের নজরে নিজের তিক্ত অভিজ্ঞতা আনলেন দক্ষিণী অভিনেত্রী দিব্যা প্রভা। সম্প্রতি তিনি যে বিমানে সফর করেছেন তার অভিজ্ঞতা ছিল ভয়াবহ। মালায়ানাম অভিনেত্রীর কথায়, ভিতরে সকলকে হাজার অনুরোধ করার পরও কেউ তাঁর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেননি। বারবার কেবল অভিযোগ শুনেছে বিমানের কেবিন ক্ররা। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি।

ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

তিনি টিকিট দেখে নিজের নির্দিষ্ট আসনেই বসেছিলেন। কিন্তু তাঁরে পাশে বসে থাকা ব্যক্তি নিজের আসনে না বসে, তাঁর পাশে এসে বসেন। তিনি সেই সময় মদ্যপ অবস্থায়। গোটা বিমান তিনি ঝগড়া করতে করতে যান। এখানেই শেষ নয়, মদ্যপ অবস্থায় থাকার কারণে রীতিমত সমস্যার মুখে পড়তে হচ্ছিল অভিনেত্রীকে। তিনি বারবার অনুরোধ করেছিলেন, তিনি যেন তাঁর নির্দিষ্ট আসনে গিয়ে বসেন। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। উল্টে তিনি অভিযোগ করলে, তাঁকে নিজের সুরক্ষার কথা মাথায় রাখতে বলা হয়, এবং তাঁকে তাঁর নির্দিষ্ট আসন ছেড়ে উঠে অন্যত্র বসতে বলা হয়।

অভিনেত্রী আরও জানান, বিমানে উপস্থিত সকল সেবাকর্মীদেরই তিনি বারবার তাঁর সমস্যার কথা বলেছিলেন। কিন্তু সকলেই তাঁকে সাহায্যের আশ্বাস দিলেও কেউ আদপে কোনও পদক্ষেপ করেননি। এরপর বিমান থেকে নেমে তিনি প্রথমে নির্দিষ্ট বিমান সংস্থার ডেস্কে গিয়ে সমস্তটা জানান। এখানেই শেষ নয়, তিনি তাঁর টিকিটের প্রমাণসহ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানান। তাঁর উদ্দেশ্য বিমানে ঘটা এই ধরনের ঘটনা অপ্রীতিকর। ভবিষ্যতে যেন এমন কোনও ঘটনা না ঘটে।

Next Article