Urofi Javed: গ্রেফতারের নাটক করে এবার সত্যি আইনিজটে উরফি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 04, 2023 | 1:14 PM

Urfi Javed: প্রচারে আসতেই নাকি উরফি এমন কাজ করেছেন। তাতেই এবার আইনের জটে পড়তে হল টিম উরফিকে। যে দুই মহিলা পুলিশ এই ভিডিয়োতে অভিনয় করেছিলেন, তাঁদের ইতিমধ্যে আটক করা হয়েছে। পাশাপাশি উরফি জাভেদের নামেও FIR দায়ের করা হল। বিষয়টা নজরে আসতেই মুম্বই পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

Urofi Javed: গ্রেফতারের নাটক করে এবার সত্যি আইনিজটে উরফি

Follow Us

উরফি জাভেদ, প্রচারের আলোতে থাকতে কেরিয়ারের শুরু থেকেই বহু চেষ্টা করে গিয়েছেন। কখনও তাঁর বোল্ড পোশাক, কখনও আবার সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে মন্তব্য করা, কোনওটাই উরফির কাছে নতুন কিছু নয়। তাই বলে পুলিশ প্রসঙ্গ টেনে অভিনয়? উরফি জাভেদ এবার তেমনটাই ঘটিয়ে পড়লেন বিপত্তিতে। শুক্রবারই সামনে এসেছিল একটি ভিডিয়ো। যেখানে দেখা যায় স্বল্প পোশাক পরার জন্য নাকি গ্রেফতার হতে হয়েছে উরফি ডাভেদকে। যা দেখে এক শ্রেণি রীতি মত রে-রে করে ওঠে। কারণ একটাই, এই অভিযোগে কখনই কাউকে আটক করা যায় না। বিষয়টা ভাইরাল হতেই মাঠে নামল এবার মুম্বই পুলিশ। অর্থাৎ যে ভিডিয়োটি ভাইরাল হতে দেখা যায়, সেই ভিডিয়োটা সম্পূর্ণটাই অভিনয় করা। অর্থাৎ মিথ্যে।

প্রচারে আসতেই নাকি উরফি এমন কাজ করেছেন। তাতেই এবার আইনের জটে পড়তে হল টিম উরফিকে। যে দুই মহিলা পুলিশ এই ভিডিয়োতে অভিনয় করেছিলেন, তাঁদের ইতিমধ্যে আটক করা হয়েছে। পাশাপাশি উরফি জাভেদের নামেও FIR দায়ের করা হল। বিষয়টা নজরে আসতেই মুম্বই পুলিশের তরফ থেকে একটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্পষ্ট উল্লেখ থাকে, ”নিম্নমানের প্রচারের জন্য কেউ আইন লঙ্ঘন করতে পারেন না। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলা দাবি করছেন স্বল্প পোশাক পরার জন্য গ্রেফতার করা হচ্ছে। যা সত্যি নয়। এখানে পদ ও ইউনিফর্মের অবমাননা করা হচ্ছে। এই ভিডিয়ো সঙ্গে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে ভুয়ো পুলিশ অফিসারের ভূমিকায় যাঁরা অভিনয় করেছেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে।”

Next Article