বেশকিছুটা বিরতির পর দেশি গার্ল ভারতের বুকে। ঝড় তুললেন প্রিয়াঙ্কা চোপড়া। সকলের নজরের কেন্দ্রে জায়গা করলেন বিমানবন্দর থেকেই। পাপারাৎজিরা তাঁকে প্রতি পদে পদে অনুসরণ করে চলেছেন। দেশের বুকে জামাই নিককেও স্বাগত জানালেন সকলে। প্রথম বার মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে দেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে এসেছেন স্বামী নিক জোনাসও। উপলক্ষ কেবল প্রিয়াঙ্কার আগামী ছবি সিটাডেলের প্রচারই নয়, বরং নীতা আম্বানির কালচারাল সেন্টের উদ্বোধনে সামিল হওয়াও । সেখানেই উপস্থিত হতে দেখে যায় পিগি চপসকে। সকলের সঙ্গে দেখা করে কথাও বলে নিচ্ছিলেন এদিন তিনি। তালিকা থেকে বাদ পড়েননি করণ।
পাশে দাঁড়িয়ে থাকা নিকও যে বেশ পরিস্থিতি উপভোগ করছেন, তা এক প্রকার স্পষ্ট হয়ে যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই জুটি। নিক জোনাসকে দেখা মাত্রই সকলেরই মুখে হাসি। একইভাবে ভারতে এসে বেজায় খুশি খোদ নিক। তিনিও হাসি মুখে সকলের সঙ্গে কথা বলা থেকে শুরু করে দেশি লুকে ছবি শেয়ার, তাঁর সেলিব্রেশন তালিকা থেকে কিছুই বাদ পড়ল না। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই ভাইরাল নিক। হলেন চরম ট্রোল্ড। দেশকে তিনি কতটা মিস করেছেন, জানাতেই মিলল উপদেশ, তবে ‘ঘর জামাই থেকে যান…’।
বেশ কিছুদিন ধরেই চর্চায় জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে সাক্ষাৎকারে বলিউড নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমাকে কোনায় ঠেলে দেওয়া হচ্ছিল। আমায় ছবিতে নেওয়া হচ্ছিল না। খেলতে পারি না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে আমি ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার ব্রেকের দরকার ছিল।” আর সেই কারণেই নাকি হলিউডে নোঙর ফেলেন প্রিয়াঙ্কা। এমনটা জানানোর পরই শুরু হয় বিতর্ক। তবে দেশের বুকে প্রিয়াঙ্কাকে দেখে এখন যেন সবটাই ফিকে, রীতিমত করণের সঙ্গে আড্ডা দিতেও দেখা যায় তাঁকে। যা দেখে রীতিমত অবাক নেটপাড়া।