দিন কয়েক আগের ঘটনা। ইতালিতে পথ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী গায়ত্রী যোশী এবং তাঁর স্বামী বিকাশ ওবেরয়। তারপর থেকেই তোলপাড় অভিনেত্রীর জীবনে। হঠাৎই লাইমলাইটে চলে আসেন শাহরুখ খানের নায়িকা (শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’ ছবির নায়িকা গায়ত্রী)। গাড়িটি চালাচ্ছিলেন গায়ত্রীর স্বামীই। শুক্রবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই দুর্ঘটনার পর নাকি দায়ের হয়নি কোনও মামলাই। গায়ত্রীর স্বামী টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দাবী করেছেন, চালকের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করেনি পুলিশ। যদিও বৃহস্পতিবার (৫ অক্টোবর) খবর ছড়ায়, এই পথ দুর্ঘটনার জন্য ৭ বছরের জেল হতে পারে তাঁদের।
ইতালিতে রয়েছেন গায়ত্রী এবং বিকাশ। তাঁরা বেড়াতে গিয়েছিলেন সেখানে। ইতালির শহর সার্দিনিয়ার রাস্তায় মূল্যবান ল্যাম্বরঘিনি গাড়ি চালাচ্ছিলেন তাঁরা। সামান্য জোরেই ছিল স্পিড। হঠাৎই তাঁদের সামনে এসে পড়ে একটি লরি। সেই লরিকে টপকে যেতে চেয়েছিলেন দম্পতি। এবং তা করতে গিয়েই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা।
লরিকে টপকাতে গিয়ে মাঝে এসে পড়ে একটি ফেরারি গাড়ি। সেই গাড়িতে ধাক্কা লাগে এবং গাড়িটি উল্টে যায়। সঙ্গে-সঙ্গেই আগুন ধরে যায় তাতে। ফেরারিটির ভিতরে সওয়ারি ছিলেন এক বৃদ্ধ দম্পতি। দু’জনেই সুইৎজ়ারল্যান্ডের বাসিন্দা। ঘটনাস্থলেই মারা যান দু’জনে। এই ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করেছিলেন পিছন থেকে আসা এক গাড়ির যাত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিয়োটি দেখলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বেয়ে যেতে পারে যে কারও। ঘটনা ঘটার পর ল্যাম্বরঘিনি থেকে নেমে আসেন গায়ত্রী। রাস্তার মধ্যে বসে পড়েন তিনি।