২০২০ সালটা রিয়া চক্রবর্তীর কাছে ছিল দুঃস্বপ্ন। একের পর এক ঘটনা ঘিরে ধরেছিল তাঁকে। ওই বছরই ১৪ জুন তাঁর তৎকালীন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কার্যত অন্ধকার হয়ে গিয়েছিল তাঁর জীবন। মাদককাণ্ডে হাজতবাস হয়েছিল রিয়ার। বাইকুল্লা জেলে দীর্ঘদিন ধরে আটক ছিলেন তিনি। সেলেব থেকে সোজা জেল জীবন– মানিয়ে নেওয়া তাঁর পক্ষে মোটেও সহজ ছিল না। তিন বছর পর অবশেষে সেই অভিজ্ঞতা নিয়েই মুখ খুলেছেন রিয়া। তাঁর কথায়, “জেলে তুমি কিছুই নয়। শুধু একটি সংখ্যা মাত্র। কখন খেতে হবে, কখন কী করতে হবে সব তোমাকে বলে দিতে হয়। মাঝেমধ্যে মনে হত আকাশ থেকে এক খোলা উপত্যকায় পড়ছি। আশেপাশে শুধুই অন্ধকার।”
বেশ কিছু দিন পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। তবে তিনি খুশি হতে পারেননি। কারণ তাঁর ভাই শৌভিকের তখনও জামিন হয়নি। রিয়া বলেন, “আমি ভেঙে পড়েছিলাম। ওই একদিনই জেলে আমি কেঁদে ফেলি।” তবে নিজের দেওয়া কথা রেখেছিলেন তিনি। জেলের বাকিদের প্রতিজ্ঞা করেছিলেন যেদিন ছাড়া পাবেন সেদিন সকলের সঙ্গে নাগিন ডান্স করবেন। বেরিয়ে যাচ্ছিলেনই, কিন্তু দেওয়া কথা ফেলতে পারেননি। সকলের সঙ্গে নাচ করেই বের হয়েছিলেন তিনি। তিনি যোগ করেন, “ওই সব মহিলাদের চোখে যে খুশি যে আনন্দ দেখেছিলাম তা বলে বোঝাতে পারব না। আমি ওদের জন্য নাচ করছি। এর চেয়ে বেশি আনন্দ হয়তো আর কিছু হতে পারে না”। সে যাই হোক, ওসব এখন অতীত। নতুন করে জীবন শুরু করেছেন রিয়া। ফিরেছেন সেলুলয়েডেও।