বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদের বর্ণময় জীবন এবার বড় পর্দায়, সূত্র মারফৎ জানা যাচ্ছে এমনটাই। শোনা যাচ্ছে, প্রকাশ ঝাঁ পরিচালকের ভূমিকা পালন করতে চলেছেন। ইতিমধ্যেই নাকি যাদব পরিবার থেকে চিত্রনাট্যের স্বত্ব কেনা হয়ে গিয়েছে। নেওয়া হয়ে গিয়েছে অনুমতিও । ভারতীয় রাজনীতিতে বর্ণময় চরিত্র লালুপ্রসাদ যাদব। উত্থান-পতনের নানা কাহিনী আবর্তন করে রয়েছে তাঁকে। তাই তাঁর জীবন নিয়ে সিনেমার বানানোর পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল বলিউডে। শোনা যাচ্ছে, বাবাকে নিয়ে ছবি বানানোর জন্য অর্থও প্রদান করছেন ছেলে তেজস্বীও। সব মিলিয়ে প্রস্তুতি চলছে পুরোদমে। কিন্তু প্রশ্ন হল, লালু প্রসাদের চরিত্র অভিনয় করবেন কে?
শোনা যাচ্ছে, আরজেডি সুপ্রিমোর জীবনী সঠিকভাবে ফুটিয়ে তুলতে ভাবা হচ্ছে বিহারের আর এক ভূমিপুত্রর নাম। তিনি আর কেউ নন, পঙ্কজ ত্রিপাঠি। তবে কিছু দিন পরেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে দেখা যাবে পঙ্কজকে। সে ক্ষেত্রে তিনি আবারও লালুর চরিত্রে অভিনয় করতে রাজি হবেন কিনা সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। উঠে আসছে রাজকুমার রাও অথবা সোহম শাহের নামও। সোহম ‘মহারাণী’ ওয়েব সিরিজে হুমা কুরেশির স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবীর জীবনী নিয়েই ‘মহারাণী’ সিরিজটি গঠিত হয়েছে বলেই দাবি ছিল নির্মাতাদের। সেখানে সোহমের অভিনয় সকলের নজর কেড়েছিল। চলছে জোরকদমে আলোচনা, তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই।
উল্লেখ্য এর আগে বহু রাজনীতিবিদের জীবনী নিয়ে ছবি হয়েছে বিভিন্ন সময়। এর মধ্যে মোদী অথবা মমতাও রয়েছে। তবে বক্সঅফিস বলছে, খেলোয়াড় অথবা অভিনেতা-অভিনেত্রীদের জীবনী নিয়ে ছবি করলে তা যতটা হিট হয় রাজনীতিবিদদের ক্ষেত্রে তা কিন্তু দেখা যায় না। এ ক্ষেত্রে লালুর বায়োপিক কতটা দর্শক টানতে পারবেন নাকি আঞ্চলিক ভাবেই জনপ্রিয় হবে, তা তো সময়ই বলবে।