‘দ্য ফ্যামিলি ম্যান’-এর স্ত্রী তিনি। সিরিজের দৌলতে এখন ‘সুচি’ ওরফে প্রিয়ামণিকে চিনে ফেলেছেন দর্শক। নিপুণ অভিনয়, স্বল্প কথা এবং চরিত্রের বৈশিষ্ঠগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। কিন্তু দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণিকেও শুনতে হয়েছে কুরুচিকর মন্তব্য। সম্প্রতি এক খোলামেলা আড্ডায় তিনি বলেন অনলাইনে ট্রোলের মাধ্যমে তাঁকে ‘আন্টি’, ‘বুড়ি’ এবং ‘কালো’ বলা হয়েছে।
প্রিয়ামণি বলেন, “আমি যদি মেকআপ ছাড়া কিছু পোস্ট করি তবে তাঁদের অর্ধেকজন বলে, ‘ওহ, মেক আপ করে আপনাকে সুন্দর লাগে, কিন্তু মেক আপ ছাড়া একেবারে আন্টি,’ তাতে কী বলুন তো! আজ না হলে, কাল আপনিও তো ‘আন্টি’ হবেন। আবার কেউ বলল, ‘ওহ! তুমি তো বুড়ি লাগছো ’, তাহলে কী? কাল তুমিও বুড়ো হবে। আমি মনে করি আপনার বয়স এবং যেভাবে আপনি রয়েছেন তা গ্রহণ করা উচিত। আসুন এটির মুখোমুখি হই, আমি যখন মেকআপ করব তখনই যখন আমি মেকআপ করতে চাই। আরেকটি বিষয় আমি শুধুমাত্র শুটিংয়ের সময় মেকআপ করতে পছন্দ করি, যখন আমি ক্যামেরার সামনে থাকি। এ কারণে বেশিরভাগ সময় আমার এবং স্বামীর মধ্যে এটা নিয়ে তর্কও হয়। ও বেল, ‘আমি তোমাকে সবসময় বলেছি, মেকআপ করবে, দেখতে ভাল লাগবে, প্রেজেন্টেবল লাগবে’। আর আমি বলি, এটাই আমি এবং আমি যেমন আছি তেমন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি।”
এখানেই থামেননি অভিনেত্রী, তিনি আরও বলেন, “ব্যক্তিগতভাবে ওজনের চেয়ে বেশি যা নিয়ে শুনতে হয় তা হল গায়ের রঙ। লোকেদের মতে, ‘তোমাকে কালো দেখছেন,‘ তুমি ডার্ক, ’এবং এমন কিছু ফটো আছে যা দেখে লোকেরা বলে যে,‘তোমার মুখ ফর্সা কিন্তু পা দুটো কালো’
তোমার সমস্যাটা কী? নাকি আমার সমস্যা? আমি দেখতে কালো, তবে আমি বিশ্বাস করি না যে আমি ফর্সা, আমি হুইটিশ। প্রথমত, কাউকে কালো বলবেন না কারণ কালোও সুন্দর। শ্রীকৃষ্ণ কালো কিন্তু কী সুন্দর দেখতে। সুতরাং এমন মন্তব্য করবেন না এবং যদি কিছু আসে সেটা মনে মনেই রাখুন। আপনার মনে হতে পারে এর থেকে আপনি ১ মিনিটের খ্যাতি পাবেন, কিন্তু এটা ভুল। আপনি জানেনও না যে আপনার মন্তব্য কোনও ব্যক্তিকে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে।”