Nick-Priyanka Funny Video: দোল খেলতে গিয়ে এ কোথায় রং মাখিয়ে ফেললেন নিক? দেখে হাসি চাপতে পারলেন না প্রিয়াঙ্কা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 14, 2023 | 1:37 PM

Viral Video: ব্যতিক্রম হল না চলতি বছরেও। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দুজনেই গালা সেলিব্রেশনে গা ভাসালেন এবারেও।

Nick-Priyanka Funny Video: দোল খেলতে গিয়ে এ কোথায় রং মাখিয়ে ফেললেন নিক? দেখে হাসি চাপতে পারলেন না প্রিয়াঙ্কা

Follow Us

প্রিয়াঙ্কা চোপড়রা, বিদেশের মাটিতে সংসার পাতলেও সমস্ত ফেস্টিভ্যালই তিনি সেলিব্রেট করে থাকেন দেসি স্টাইলে। তালিকা থেকে বাদ পড়ে না হোলিও। রঙের উৎসবে তিনি ও নিক প্রতিবছরই রঙিন হয়ে থাকেন। কখনও গালা হোলি সেলিব্রেশন পার্টি, কখনও আবার একান্তে দোল খেলার ছবি তাঁরা শেয়ার করে থাকেন। দেশের বুকেও কাটিয়েছেন বেশ কিছু বছর হোলিতে। তবে নিক জোনাসের দোল সেলিব্রেশন দেখে বেজায় খুশি হয় প্রিয়াঙ্কার অনুরাগীরা। প্রতিবছর ভারতের জামাই এভাবে দেশের ফিস্টিভ্যালে সামিল হচ্ছেন দেখে প্রিয়াঙ্কার কারিফও কম হয় না। তবে এবার কি থাকল না সেলিব্রেশন?

না, ব্যতিক্রম হল না চলতি বছরেও। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দুজনেই গালা সেলিব্রেশনে গা ভাসালেন এবারেও। সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল হল নিক-প্রিয়াঙ্কার । যা দেখে বেজায় মজা পেলেন ভক্তরা। খেলব হোলি রং দেব না তাই কখনও হয়?…না, একে বারেই নয়। হোলিতে কিছুই সাদা রাখা যাবে না। এই নিয়ম মেনেই নিজের বিলাসবহুল গাড়িকেও রং দিলেন এবার নিক জোনাস। গায়ে থাকা রং-ই তিনি ঘুরে ঘুরে লাগিয়ে দিলেন গাড়িতে।

তারপরই গাড়ির সামনে বসে তিনি পোজ় দিয়ে ছবি তুলে নিলেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিয়ো। ছবিটি তুলছিলেন সম্ভাবত প্রিয়াঙ্কা চোপড়া। তাই ভিডিয়ো চলাকালিন তাঁর হাসি শোনা গেল প্রথম থেকে শেষ পর্যন্ত। নিকের কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয় এই ভিডিয়ো। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিকের সম্পর্কের সমীকরণ যে কতটা গভীর, কম বেশি সকলেরই জানা। তবে দোল সেলিব্রেশনের এই ভিডিয়োতে বেজায় মজল নেটপাড়া। হাতে হাতে ছড়িয়ে পড়ল ভিডিয়ো।

Next Article