শুটিং করতে গিয়ে গুরুতর জখম হলেন প্রিয়াঙ্কা চোপড়া

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 28, 2021 | 2:38 PM

তাঁর গভীর ক্ষত দেখে অনুরাগীরা যেমন উদ্বিগ্ন ঠিক তেমনই ওই অসুস্থ অবস্থাতেই তিনি চোটের ছবি পোস্ট করায় কেউ কেউ ট্রোলও করেছেন প্রিয়াঙ্কাকে।

শুটিং করতে গিয়ে গুরুতর জখম হলেন প্রিয়াঙ্কা চোপড়া
জখম হলেন প্রিয়াঙ্কা চোপড়া

Follow Us

আসন্ন টিভি সিরিজ সিটাডেলের শুটিং করতে গিয়ে গুরুতর জখম হলেন প্রিয়াঙ্কা চোপড়া। ডান দিকের ভুরু ও কপাল ছড়ে গেল তাঁর। হল রক্তপাতও। যদিও আহত হওয়ার পরে সেলফি আকারে তা পোস্ট করায় ট্রোল্ডও হলেন অভিনেত্রী।

তিনি যে জখম হয়েছেন এই তথ্যও ভক্তদেরকে সাসপেন্স আকারে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। দুটি ছবি তিনি পোস্ট করেন নিজের। এক ছবিতে তাঁর গালে কেটে গিয়েছে। আর অন্য ছবিতে তাঁর মাথার চোট। তাতে রক্ত। মাথার চোটেই তুলনামূলক ভাবে গভীর ক্ষত। নেটিজেনদের উদ্দেশ্যে একটি প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন তিনি। জিজ্ঞাসা করেছিলেন ওই দুই চোটের মধ্যে কোনটি আসল আর কোনটি ফেক। বেশির ভাগ নেটিজেনেরই মনে হয়েছিল মাথার চোটটি হয়তো ওই অ্যাকশন মুভির চরিত্রের স্বার্থে করেছেন তিনি। কিন্তু খানিক পরে প্রিয়াঙ্কাই জানান, তাঁর গালের চোটটি আদপে ‘মেকআপ’। কিন্তু কপালের চোটটি একেবারে আসল।

এই ছবিই পোস্ট করেছেন প্রিয়াঙ্কা… 

তাঁর গভীর ক্ষত দেখে অনুরাগীরা যেমন উদ্বিগ্ন ঠিক তেমনই ওই অসুস্থ অবস্থাতেই তিনি চোটের ছবি পোস্ট করায় কেউ কেউ ট্রোলও করেছেন প্রিয়াঙ্কাকে। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁর এই হলিউড প্রজেক্ট নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। কিছুদিন আগেই ওই সিরিজের সেটে প্রিয়াঙ্কার লুক ভাইরাল হয়েছিল। সেখানেই দেখা যায় কালো ও খাঁকি রঙের টরসো ও বন্দুক নিয়ে পুরদস্তুর অ্যাকশনের মেজাজে তিনি। ছবিতে তাঁর চরিত্রটি একজন গুপ্তচরের। অ্যামাজন প্রাইমে দেখানো হবে ছবিটি। ওই সিরিজের মধ্যে দিয়েই ওয়েব সিরিজ দুনিয়ায় পা রাখছেন প্রিয়াঙ্কা।

হাতে রয়েছে একগুচ্ছ কাজ। কিছুদিন আগেই টেক্সট ফর ইউ ছবির শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়াও ম্যাট্রিক্স ৪-এ দেখা যাবে তাঁকে। দেখা যাবে মা আনন্দ শীলার বায়োপিকে। তবে শুধুমাত্র যে হলিউড ছবিতেই তিনি কাজ করছেন এমনটা মোটেও নয়। দিন কয়েক আগেই ঘোষিত হয়েছে প্রিয়াঙ্কার বলি প্রোজেক্ট। আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে এক ছবিতে কাজ করতে চলেছেন তিনি। ছবির নাম ‘জি লে জারা’।

২০১৮ সালের ২ ডিসেম্বর গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। হিন্দু ও খ্রিষ্টান দুই মতেই বিয়ে হয় তাঁদের। সে বিয়ে ছিল দেখার মতো। পোষ্য ডায়ানা, গিনো ও পান্ডাকে নিয়ে নিক-প্রিয়াঙ্কা নিবাস লস এঞ্জেলসে হলেও, সিটাডেলের শুটের জন্য অভিনেত্রী এখন লন্ডনে।

আরও পড়ুন- Durga Puja 2021: স্টার জলসায় ‘দুর্গা’ রূপে দেখা যেতে পারে কোন অভিনেত্রীকে?

Next Article