Met Gala 2023: অড ফ্যাশনে আর ট্রোল্ড নয়, এবার প্রিয়াঙ্কার অস্ত্র ২০৪ কোটির নেকলেস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 02, 2023 | 6:45 PM

Viral News: ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন একাধিকবার। ছকভাঙা ফ্যাশনে গা ভাসাতে গিয়ে চরম বিপত্তিতে পড়তে হয়েছিল তাঁকে ২০১৯ সালে।

Met Gala 2023: অড ফ্যাশনে আর ট্রোল্ড নয়, এবার প্রিয়াঙ্কার অস্ত্র ২০৪ কোটির নেকলেস

Follow Us

মেট গালার রেডকার্পেটে পা রাখা এক কথায় সেলেবদের স্বপ্ন। বলিউড থেকে একাধিক স্টারকে ডেকে পাঠানো হয় প্রতিবছরই। যে তালিকায় বহুবছর আগে থেকেই নাম লিখিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন একাধিকবার। ছকভাঙা ফ্যাশনে গা ভাসাতে গিয়ে চরম বিপত্তিতে পড়তে হয়েছিল তাঁকে ২০১৯ সালে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন তিনি। নিক জোনাসের সঙ্গে পোজ় দিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে ২০২৩ সালে আর ট্রোলিং নয়। বরং নজর কাড়লেন তিনি ২০৪ কোটির নেকলেসে। ২০১৯ সালে সর্বাধিক চর্চিত হয়েছিল মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়ার পোশাকই।

চলতি বছর তাঁর পছন্দের রং কালো। কালো গাউনের সঙ্গে হীরের নেকলেস। সঙ্গে নিক জোনাস। রেডকার্পেটে এবছর বেশ নজর কাড়লেন অভিনেত্রী। বলিউডের পর এখন হলিউডে প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের দাপট। প্রিয়াঙ্কা এখন বিদেশে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটে পৌঁছলে, ফ্যাশন সমালোচকদের চোখ স্থির হয়ে যায় তাঁকে ঘিরেই। গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২০ ইভেন্ট সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয়, প্রিয়াঙ্কা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার রাল্ফ এবং রুশোর পুঁতিযুক্ত সাদা গাউনটি পরেছিলেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই গাউনটির দাম ছিল ৭৮,২০০ পাউন্ড অর্থাৎ প্রায় ৭৭ লক্ষ টাকা।

এবছর ২০৪ কোটির নেকলেস সকলের নজরের কেন্দ্রে। ভাইরাল হল পলতে তাঁর নজর। বলিউড অভিনেত্রীরা সবসময় তাঁদের গ্ল্যামারাস স্টাইল এবং ইউনিক পোশাকের জন্য পরিচিত। অভিনেত্রীদের পোশাক নিয়ে সবসময়ই আলোচনা হয়। অভিনেত্রীরাও সর্বদা এই প্রচেষ্টায় থাকেন, তিনি এমন পোশাক পরবেন যাতে সবার চোখ তাঁদের দিকেই থাকে। ফ্যাশনের নতুন সংজ্ঞা লিখতে দেখা যায় এই অভিনেত্রীদের। এই কারণেই বলিউড অভিনেত্রীরা ফ্যাশনের দিকে কিংবা পোশাকের জন্য লক্ষ কোটি টাকা খরচ করতেও পিছপা হন না। তবে এবার বিশেষ নজর দিলেন প্রিয়াঙ্কা তাঁর নেকলেসেই।

Next Article