Manisha Koirala: মনীষা-মনিরত্নম পুনর্মিলন, আড়াই দশক পর শুরু নয়া জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

May 02, 2023 | 9:24 PM

South Film: ১৯৯৮ - এ এসে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে 'দিল সে' ছবিতেও মনিরত্নমের সঙ্গে কাজ করেছিলেন এই নায়িকা। তারপর আর তাঁর ছবিতে দেখা যায়নি মনীষাকে।

Manisha Koirala: মনীষা-মনিরত্নম পুনর্মিলন, আড়াই দশক পর শুরু নয়া জল্পনা

Follow Us

ফের পুনর্মিলন। অভিনেত্রী মনীষা কৈরালার মুখোমুখি হলেন সিনেমা-পরিচালক মনিরত্নম। ১৯৯৮ এর পর, ২০২৩। প্রায় আড়াই দশক পর সামনাসামনি হলেন বিনোদুনিয়ার দুই বিখ্যাত চরিত্র। ‘পোনিয়িন সেলভান-২’ ছবির বিশেষ প্রদর্শনীতে মুখোমুখি হলেন এই দু’জন।

১৯৯৫ এ মনিরত্নমের ‘বম্বে’ ছবি দিয়ে কেরিয়ারের বড় ব্রেক পেয়েছিলেন নেপালের রাজ পরিবারের কন্যা মনীষা। তারপর ১৯৯৮ – এ এসে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘দিল সে’ ছবিতেও মনিরত্নমের সঙ্গে কাজ করেছিলেন এই নায়িকা। তারপর আর তাঁর ছবিতে দেখা যায়নি মনীষাকে। যদিও নায়িকার জীবনে এরপরেও এসেছে একাধিক হিট্।

এদিন ওই প্রদর্শনীতে দেখা হওয়ার পর, নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মনীষা একটি ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘অন্যতম একজন ছবি-নির্মাতা মনিরত্নম স্যর। তিনি অভিনেতাদের নতুন করে তৈরি করে দেন। আমরা শিল্পীরা যাঁদের সঙ্গে কাজের জন্য মুখিয়ে থাকি, তেমন একজন পরিচালক তিনি। আমার বম্বে ছবির শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতার কথা এখনও মনে আছে।’ তিনি আরও লেখেন, ‘এই ছবির প্রদর্শনীতে এসে যেন মনে হচ্ছে পুনর্মিলন ঘটেছে। এই ছবিও বিশ্বজুড়ে হিট হবে। অঞ্জলী থেকে পিএস ২। তাঁর প্রত্যেকটি ছবি দারুণ হয়। এই ছবির সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা।’

প্রসঙ্গত, মাঝে বহুদিন ছবির জগতে দেখা যায়নি মনীষা কৈরালাকে। যদিও ২০১৫ নাগাদ ‘চেহেরে: এ মডার্ন ডে ক্লাসিক’- এর মাধ্যমে ফের সামনে আসেন মনীষা। ২০২৩ এ ‘শেহজাদা’ ছবিতেও দেখা যায় এই নায়িকাকে। যদিও ছবি বক্স অফিসে দাগ কাটতে পারেন। ‘আলা বৈকুণ্ঠপুরামুল্লো’ ছবির হিন্দি রিমেকেও দেখা যায় এই নায়িকাকে। তবে আগের মতো আর তেমন কাজ করতে দেখা যায় না অভিনেত্রীকে। মনীষার সুখের জীবনেও সূত্রপাত হয় একাধিক সমস্যার। নির্যাতন সহ্য না করতে পেরে বিয়ে ভাঙেন তিনি। অভিযোগ ওঠে অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে। ঠিক সেই বছরেই ক্যান্সার আক্রান্ত হন অভিনেত্রী। ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয় মনীষা। শুরু হয় নতুন লড়াই। অবশেষে ২০১৭ নাগাদ ক্যান্সার মুক্ত হন মনীষা কৈরালা। তারপর থেকেই ফের ফিরছেন তিনি। নতুন নতুন কাজের সঙ্গেই চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। সঞ্জয় লীলা বনশালির ‘হীরামান্ডি’ তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মনীষাকে। অভিনেত্রীর সত্তার একেবারে বিদায়ের মধ্যেও ফের নতুন আঙ্গিকে ফিরছেন মনীষা। সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি ছবিতেই এই আবহেই ‘পিএস ২’ ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেত্রীর উপস্থিতি, তাৎপর্যের বলেই মনে করছেন অনেকেই।

Next Article