‘ভোলা শঙ্কর’ ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন চিরঞ্জীবী। দক্ষিণী দুনিয়া থেকে একেবারে বাঙালি মহল্লায় এসে হলুদ ট্যাক্সি চালাবেন চিরঞ্জীবী। আগামীকালই শহরে পা রাখতে চলেছেন তিনি। শুটিং চলবে টানা ৬ দিন। কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুটিং হবে এই ছবির। এই বছরই জানুয়ারি মাসে শোনা গিয়েছিল এই ছবির শুটিং শুরুর কথা। যেহেতু এই ছবির গল্পের প্রেক্ষাপট কলকাতা, তাই শহরে শুটিং মাস্ট! ময়দানের মিষ্টি হাওয়া গায়ে লাগিয়ে পিচের সড়ক ধরে কলকাতার বুক চিরে ছুটে চলতে পারে চিরঞ্জীবীর ট্যাক্সি।
‘ভোলা শঙ্কর’ ছবির একটি লুক প্রকাশ্যে আসে কিছুদিন আগেই যেখানে দেখা যায় একটি নীল ইউনিফর্ম পরে হলুদ ট্যাক্সিতে বসে আছেন চিরঞ্জীবী। হলুদ ট্যাক্সি দেখেই ধারণা করা যায় কলকাতার সঙ্গে কিছু না কিছু যোগ তো থাকবেই। এবার সেই দোলাচলে বড়ো দাঁড়ি। আগামীকাল অর্থাৎ ৩ মে মঙ্গলবার শহরে পা রাখছেন চিরঞ্জীবী এবং আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত চলবে এই ছবির শুটিং। কখনও ময়দানে, ভিক্টোরিয়ার সামনে, কিংবা কখনও আবার ধর্মতলার মোড়ে বা কালীঘাটে শুটিং চলবে।
জানা গিয়েছে যে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার অজিত কুমার অভিনীত ছবি ‘ভেদালম’-এর রিমেক এই ‘ভোলা শঙ্কর’। তবে সময়ের দাবি মেনে কলকাতার প্রেক্ষাপটে এনে ফেলা হয়েছে কাহিনিকে। গতবছরই মুক্তি পেয়েছিল তার বিখ্যাত ছবি ‘গডফাদার’। ‘ওয়াল্টার ভীরাইয়া’ নামে আরও একটি ছবি এই বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছিল চিরঞ্জীবীর। মিস্টার মেহের রমেশ পরিচালিত এবং অ্যাডভেঞ্চারস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই ছবিতে চিরঞ্জীবী ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে তমন্না ভাটিয়া এবং কীর্তি সুরেশকে।