Rashmika Mandana: ভিড়, ঠেলাঠেলি, তারই মাঝে ভক্তের অনুরোধ রেখে মন কাড়লেন রশ্মিকা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 17, 2023 | 2:39 PM

Rashmika Mandana: ঠিক এই কারণেই সেলেবদের রক্ষার জন্য বডিগার্ডরা কখনও কখনও খারাপ ব্যবহার করে ফেলেন ভক্তদের সঙ্গে। যা নিয়ে বলিউডে একাধিকবার চর্চা তুঙ্গে। সম্প্রতিতে একদিকে বলিউড ও অন্যদিকে দক্ষিণী ছবির কাজ একসঙ্গে সামলাচ্ছেন রশ্মিকা।

Rashmika Mandana: ভিড়, ঠেলাঠেলি, তারই মাঝে ভক্তের অনুরোধ রেখে মন কাড়লেন রশ্মিকা

Follow Us

দক্ষিণের স্টারদের নিয়ে এই ধারণা বহু দিনের। ভক্তদের তাঁরা মাথায় করে রাখেন। ভক্তদের অনুরোধ মেটাতে যে কোনও পরিস্থিতিতেই তাঁরা নাকি বদ্ধ পরিকর। যার প্রমাণ মিলেছে একাধিকবার। বারে বারে প্রকাশ্যে ভক্তদের পক্ষে দাঁড়াতে দেখা গিয়েছে দক্ষিণী তারকাদের। এবার সেই তালিকাতে নাম লেখালেন রশ্মিকা মন্দানা। রশ্মিকাকে নিয়ে কম বিতর্কের ঝড় জায়গা করে নেয়নি সোশ্যাল মিডিয়ায়। যদিও রশ্মিকা তা এড়িয়ে গিয়েই বলিউড থেকে টলিউড কাঁপাচ্ছেন। দক্ষিণী দুনিয়ায় তাঁর দাপট নজরে এসেছিল পুষ্পা ছবির পর থেকেই। একের পর এক ছবি করে রশ্মিকা এখন সকলের নজরের কেন্দ্রে। আর সেই প্রিয় তারকাকে হাতের নাগালে পেলে কে না চায় একটু কাছ থেকে দেখতে একটা সেলফি তুলতে?

আর ঠিক এই কারণেই সেলেবদের রক্ষার জন্য বডিগার্ডরা কখনও কখনও খারাপ ব্যবহার করে ফেলেন ভক্তদের সঙ্গে। যা নিয়ে বলিউডে একাধিকবার চর্চা তুঙ্গে। সম্প্রতিতে একদিকে বলিউড ও অন্যদিকে দক্ষিণী ছবির কাজ একসঙ্গে সামলাচ্ছেন রশ্মিকা। প্রতিটা পদক্ষেপেই তাঁকে দেখা যাচ্ছে নয়া নয়া অবতারে। ঝুলি বোঝাই কাজ কারণ দর্শকমহলে চাহিদা তার তুঙ্গে। আর সেই কারণেই প্রকাশ্যে রেশ্মিকাকে দেখতে ভিড় ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। প্রিয় তারকাকে একবার খুব কাছ থেকে দেখার ইচ্ছা আটকে রাখতে পারলেন না কেউ।

যার ফলে রশ্মিকার বডিগার্ড সিকিউরিটি সকলেই তৎপর হয়ে সকলকে পেছনে ঠেলতে শুরু করে দেয়। এই পরিস্থিতির মাঝে রেশ্মিকা নজর করেন এক মহিলা ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য দূর থেকে ফোনটা বাড়িয়ে ভিড় ঠেলে তার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। সিকিউরিটিদের থামিয়ে রশ্মিকা দ্রুত মেয়েটিকে কাছে ডেকে নেন। তোলেন সেলফি, যা দেখে রীতিমতো মুগ্ধ নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল হয় এই ভিডিয়ো। যা দেখা মাত্রই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সকলেই একবাক্যে প্রশংসা করেন রশ্মিকার।

Next Article