Shahrukh Khan: মন্নতে মার্কিন রাষ্ট্রদূত, বাদশাহ-সাক্ষাতের পরই তাঁর প্রশ্ন ‘আমার বলিউডে পা রাখার সময় হল?’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

May 17, 2023 | 2:32 PM

Sharukh- Eric Garcetti Meet: চলতি বছরের ১১ মে ভারতের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এরিক। তারপর থেকে বহু বিশিষ্ট জনের সঙ্গে দেখা করেছেন তিনি। এবার মঙ্গলবার শাহরুখের মন্নতে পা রাখলেন এরিক।

Shahrukh Khan: মন্নতে মার্কিন রাষ্ট্রদূত, বাদশাহ-সাক্ষাতের পরই তাঁর প্রশ্ন ‘আমার বলিউডে পা রাখার সময় হল?’

Follow Us

সদ্য ভারতের মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador) হিসেবে নিযুক্ত হয়েছেন এরিক মাইকেল গারসেটি (Eric Garcetti)। এরই মধ্যে শাহরুখ খানের (Shahrukh Khan) বাড়িতে দেখা গেল তাঁকে। বাদশাহ-সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এরিক লেখেন, “আমার কি বলিউডে পা রাখার সময় হয়ে গিয়েছে?” এছাড়াও বিশ্ব দরবারে বলিউডের সাংস্কৃতিক প্রভাব নিয়েও কিং খানের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

 

চলতি বছরের ১১ মে ভারতের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এরিক। তারপর থেকে বহু বিশিষ্ট জনের সঙ্গে দেখা করেছেন তিনি। এবার মঙ্গলবার শাহরুখের মন্নতে পা রাখলেন এরিক। সুপারস্টারের সঙ্গে দারুণ আড্ডার পর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, “আমার কি বলিউডে পা রাখার সময় হল? মন্নতে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দারুণ আড্ডা হল। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম। এবং বলিউড-হলিউডের সাংস্কৃতিক মাহাত্ম্য সম্পর্কেও অনেক কথা হল।” এরিকের পোস্ট করা ছবিতে বাদশাহকে দেখা গেল ক্যাসুয়াল লুকে। কালো টি-শার্ট ও ক্য়াপে ধরা দিলেন তিনি। ছবিতে দেখা গিয়েছে শাহরুখ পত্নী গৌরি খান ও তাঁর ম্যানেজার পূজা দদলানিকেও। মার্কিন রাষ্ট্রদূত এরিককে অটোগ্রাফও দেন বাদশাহ।

শাহরুখের পর মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ সারেন এরিক। ঘুরে দেখেন নীতা আম্বানির সদ্য তৈরি হওয়া সাংস্কৃতিক কেন্দ্রও। দায়িত্ব কাঁধে নিয়েই গোটা ভারতকে একপ্রকার চিনে নিতে চাইছেন এরিক। তাই তাঁর এই প্রয়াস। প্রসঙ্গত, গত সপ্তাহে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন তিনি। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মোনাকোর রাষ্ট্রদূতদের কাছ থেকে শংসাপত্রও গ্রহণ করেছেন। এরিকের আগে ভারতে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন সার্ভিস অফিসার এলিজাবেথ জোনস। ৭৪ বছর বয়সী জোনস বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তাঁর জীবনে। ইউরোপ ও ইউরেশিয়াতে অ্য়াসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও কাজাখিস্তানেও মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি।

Next Article