লন্ডন থেকে স্বামী আনন্দ আহুজাকে নিয়ে তড়িঘড়ি মুম্বই চলে এসেছিলেন সোনম কাপুর। তাঁর এই ‘হঠাৎ আবির্ভাব’ নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। তিনি অন্তঃসত্ত্বা কিনা তা নিয়েও চলছিল জোর চর্চা। অবশেষে প্রকাশ্যে এল আসল কারণ। সোনমের মুম্বইয়ে আসার প্রধান কারণ, তাঁর বোনের বিয়ে। হ্যাঁ, আজ অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক এক দিন আগেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম কাপুরের বোন, অনিল কাপুরের ছোট মেয়ে রিয়া কাপুর। পাত্র কিন্তু ইন্ডাস্ট্রিরই চেনা মুখ। বহুদিন ধরে তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়া। সোশ্যাল মিডিয়ায় হামেশাই চোখে পড়ে তাঁদের ‘পিডিএ’।
রিয়ার হবু বরের নাম করণ বুলানি। করণ প্রযোজক-পরিচালক। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ ১৩ বছর ধরে সোনমের সঙ্গে সম্পর্কে রয়েছেন করণ। বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কাপুর পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। তোড়জোড় চলছে একেবারে নিঃশব্দে। হেভিওয়েট বিয়ে অথচ বহিঃপ্রকাশ নেই বললেই চলে। তবে অনিল কাপুরের বাড়ি সেজে উঠেছে আলোয়। ইতিমধ্যেই ফুল ও বাড়ি সাজানোর সরঞ্জাম নিয়ে গাড়ি পৌঁছেছে সেখানে। গত রাতে হবু জামাইকেও দেখা গিয়েছেন শ্বশুরবাড়ি থেকে বের হতে। সব মিলিয়ে প্রস্তুতি চলছেই।
শোনা যাচ্ছে, দু’দিন ধরে হবে বিয়ে। মিডিয়ার প্রবেশ নিষেধ। জুহুতে অনিলের বাংলোতেই শুভ পরিণয় হওয়ার কথা। হাজির থাকবেন পরিবারের একদম কাছের মানুষরা। বিয়ে নিয়ে অযথা হইচই নাকি একেবারেই চাইছে না কাপুর পরিবার।
বিয়ে নিয়ে অযথা আড়ম্বর না চাইলেও সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম নিয়ে সরব রিয়া-করণ। গত বছর রিয়ার জন্মদিনে করণ লেখেন, “তুমি আমার জীবন যেভাবে খুশিতে ভরিয়ে দিয়েছ আশা করছি একদিন তোমার জীবনেও এমন খুশি নিয়ে আসতে পারব আমি। জন্মদিন হাসি-ভালবাসায় ভরে উঠুক। গত বছরের চেয়েও এই বছরটি আরও আনন্দে কাটুক।” অন্যদিকে রিয়াও পিছিয়ে নেই। করণের জন্মদিনে চুমুতে ভরিয়ে দিয়ে তিনি লিখেছিলেন, “একসঙ্গে বড় হয়ে উঠেছি যে মানুষটার সঙ্গে সেই মানুষটার জন্মদিন। তুমি আমার ভালবাসা। ১৩ বছরটা একসঙ্গে কাটানোর সময় হিসেবে একেবারেই যথেষ্ট নয়। মনে হয় এই তো দেখা হল… #মাইম্যান।”
প্রযোজক হিসেবে রিয়ার প্রথম কাজ ‘আয়েষা’। ওই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন করণ। এরপর আরও বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। কেরিয়ার শুরু করেন বিভিন্ন বিজ্ঞাপন পরিচালনার কাজ দিয়ে। অস্ট্রেলিয়ার বন্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন সংক্রান্ত পড়াশোনা করেছেন তিনি। তাঁর শর্টফিল্ম La fourchette নিউ ইয়র্ক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছিল সেরা ছবির তকমা। কাপুর পরিবারের সঙ্গেও তাঁর বেজায় সখ্য। অবশেষে ১৩ বছরের প্রেম পরিণতি পেতে চলেছে বিয়েতে। নতুন জীবন শুরু করতে চলেছেন রিয়া কাপুর।
আরও পড়ুন- Independence Day 2021: স্বাধীনতা দিবসের আগে দেখতে পারেন এই ছবিগুলি