আত্মহত্যা করতে চেয়েছিলেন ব্র্যাড পিট? শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকে? নেপথ্যে নাকি স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদ! একটা নয়, হলিউডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে তেমনটাই। সেখানে আরও দাবি করা হয়েছে, একটা দীর্ঘ সময় নাকি অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়েও যেতে হয়েছে তাঁকে।
দীর্ঘ বহু বছর সম্পর্কে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন হলিউডের সুপার কাপল অ্যাঞ্জেলিনা ও ব্র্যাড। কিন্তু বছর দুয়েকের মধ্যেই আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন অ্যাঞ্জেলিনা। এরপর প্রায় চার বছর পর ২০১৯ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। যদিও তাঁদের সন্তানের দায়িত্ব নিয়ে এখনও আইনি বিবাদ মেটেনি। ওই প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে, ব্র্যাড নাকি ভেবেছিলেন অ্যাঞ্জেলিনা তাঁকে ক্ষমা করে দেবেন। আবারও ফিরে আসবেন। কিন্তু তা হয়নি, উপরন্তু ব্র্যাডকে যেতে হয়েছে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে। আর সেই সময়েই নাকি নিজেকের শেষ করার কথা ভাবতেন ব্র্যাড পিট।
যদিও ২০১৭ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আত্মহত্যা করার কথা তিনি ভাবছেন না একেবারেই। বলেছিলেন, “এই পৃথিবীতে এখনও বহু জিনিস দেখার বাকি আছে। ভালবাসা বাকি আছে। বহু কিছু দেওয়ার আছে। জীবন তো একটাই।” অন্যদিকে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন অ্যাঞ্জেলিনাও।
‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বিচ্ছেদ আমায় ভেঙে দিয়েছে। ট্রমার মধ্যে রয়েছি।” পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বিচ্ছেদের খারাপলাগা ভুলে যশও যেন আগামী জীবনে এগিয়ে যান।
আরও পড়ুন- Nusrat Jahan: একুশ জুড়ে বিতর্কের অন্য নাম নুসরত জাহান