সলমনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা কি KIFF-এর একদিন আগে কলকাতায় আসছেন?

Sucharita De | Edited By: সঞ্জয় পাইকার

Dec 01, 2023 | 10:39 PM

২৬ নভেম্বর ক্যানাডায় গিপ্পি গ্রেওয়ালের বাড়ির সামনে লরেন্স বিষ্ণোই গুলি চালায়, যা ফেসবুকে খোদ নিজেই জানিয়েছেন গ্যাংস্টার। সলমনের সঙ্গে গিপ্পির দেখা হয়েছিল ‘বিগ বস’-এর সেটে। চলতি বছরের মার্চ মাসে বিষ্ণোই-এর হুমকির পর থেকেই মুম্বই পুলিশ নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিল ‘ভাইজান’-এর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবার ‘ভাইজান’-এর উপস্থিত থাকার কথা ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। তাই স্বাভাবিকভাবেই ‘ভাইজান’-এর নিরাপত্তা নিয়ে বাড়তি দায়িত্বের আয়োজন করতে চলেছে কলকাতা পুলিশ, খবর আপাতত এমনটাই।

সলমনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী শেরা কি KIFF-এর একদিন আগে কলকাতায় আসছেন?
‘ভাইজান’-এর নিরাপত্তা নিয়ে বাড়তি দায়িত্বের আয়োজন করতে চলেছে কলকাতা পুলিশ।

Follow Us

‘টাইগার’-এর নিরাপত্তায় এবার বিশেষ নজর দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে, সূচনার দিন আগামী ৫ ডিসেম্বর বলিউড ও টলিউডের বহু তারকার সঙ্গে আসার কথা ‘ভাইজান’ সলমন খানের। সম্প্রতি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর কাছ থেকে আবারও হুমকি পেয়েছেন সলমন খান। তাঁর নিরাপত্তাকে কেন্দ্র করে যে মুম্বই পুলিশ বিশেষ চিন্তিত, সে খবর প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ২৬ নভেম্বর ক্যানাডায় গিপ্পি গ্রেওয়ালের বাড়ির সামনে লরেন্স বিষ্ণোই গুলি চালায়, যা ফেসবুকে খোদ নিজেই জানিয়েছেন গ্যাংস্টার। সলমনের সঙ্গে গিপ্পির দেখা হয়েছিল ‘বিগ বস’-এর সেটে। চলতি বছরের মার্চ মাসে বিষ্ণোই-এর হুমকির পর থেকেই মুম্বই পুলিশ নিরাপত্তা বাড়িয়ে দিয়েছিল ‘ভাইজান’-এর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবার ‘ভাইজান’-এর উপস্থিত থাকার কথা ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। তাই স্বাভাবিকভাবেই ‘ভাইজান’-এর নিরাপত্তা নিয়ে বাড়তি দায়িত্বের আয়োজন করতে চলেছে কলকাতা পুলিশ, খবর আপাতত এমনটাই।

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আরও জাঁকজমক পূর্ণ হয়ে উঠবে বলেই শোনা যাচ্ছে। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ বছরের নতুন চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় চলচ্চিত্র উৎসবের থিম সং। সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এই গান গেয়েছেন। উৎসবের সূচনা হবে আগামী ৫ ডিসেম্বর, মঙ্গলবার। আর এই উৎসবের সূচনা-অনুষ্ঠানেই বলিউড ও টলিউডের বহু তারকার সঙ্গে আসছেন ‘ভাইজান’ সলমন খান। এই সুপারস্টারকে কেন্দ্র করে যেভাবে প্রাণনাশের হুমকি রয়েছে, তাতে সলমনের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে সরকারি তরফে।

সলমন খানের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাঁর ছায়াসঙ্গী শেরা। কিছুদিন আগে কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন সলমন খান কলকাতায় আসেন, তাঁর আগের দিন শহর পর্যবেক্ষণ করতে এসেছিলেন এই শেরা নিজে। তবে আপাতত খবর, এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনার দিন ভোরের বিমানে কলকাতায় আসছেন সলমন খান ও তাঁর দেহরক্ষীরা। বিকেলে নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান শেষ করে ওইদিনই ফিরে যাওয়ার কথা তাঁর, আপাতত এমনটাই জানা যাচ্ছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের সিকিওরিটি ডিরেক্টর। নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে ফেলা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।

প্রসঙ্গত এ বছর অনিল কাপুর, সোনাক্ষী সিংহ, শত্রঘ্ন সিংহ, জয়া বচ্চন, মহেশ ভাট ছাড়াও বহু তারকা আসছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যদিও শাহরুখ খান, অমিতাভ বচ্চন এ বছর অনুপস্থিত থাকবেন বলেই এখনও শোনা যাচ্ছে। চলচ্চিত্র উৎসবের শেষ দিন আসার কথা অভিনেত্রী অদিতি রাও হায়দারি-রও। আতিথেয়তার দায়িত্বে রয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং।

Next Article