Sania-Shoaib: সানিয়া-শোয়েব আলাদা থাকলেও কেন স্বীকার করতে পারছেন না বিচ্ছেদের খবর! 

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Nov 27, 2022 | 2:11 PM

Sania-Shoaib: এই খবর দুইজনের ভক্তদের বিভ্রান্তিতে ফেলেছিল এবং তাঁরা আশা করেছিলেন যে দম্পতির মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে গিয়েছে।

Sania-Shoaib: সানিয়া-শোয়েব আলাদা থাকলেও কেন স্বীকার করতে পারছেন না বিচ্ছেদের খবর! 
আলাদা থাকছেন সানিয়া-শোয়েব, তবে সেই খবর কেন বলতে পারছেন না

Follow Us

কিছুদিন ধরে গুজব ছড়িয়েছে যে ব্যাডমিন্টন তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক বিবাহবিচ্ছেদের পথে হাটছেন। কারণ দম্পতির মধ্যে সম্পর্কের যাবতীয় বিষয়গুলো নাকি তলানিতে নেমে গিয়েছে। এই বিচ্ছেদের গুজবের মধ্যেই পাকিস্তানের একটি ওটিটি প্ল্যাটফর্ম দম্পতি একটি নতুন শো সঞ্চালনা করতে চলেছেন বলে ঘোষণা করেছে। এই খবর দুইজনের ভক্তদের বিভ্রান্তিতে ফেলেছিল এবং তাঁরা আশা করেছিলেন যে দম্পতির মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তবে সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, দম্পতির এক বন্ধু নাকি বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। সূত্রটি নিশ্চিত করেছে যে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কথা বলতে না পারলেও, এখন আলাদাই থাকছেন। কিছু আইনি সমস্যার কারণে সানিয়া-শোয়েব আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করা থেকে বিরত থাকছেন।

সানিয়া এবং শোয়েব উভয়েরই দম্পতি হিসাবে বিভিন্ন শোতে প্রতিশ্রুতি দেওয়া রয়েছে এবং তাঁরা এই শ্যুট সম্পূর্ণ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। সুতরাং তাঁরা এই প্রতিশ্রুতিগুলো পূরণ করার পরেই বিবাহবিচ্ছেদের মামলায় সাক্ষর করতে পারবেন। এই কারণেই তাঁরা তাঁদের বিবাহবিচ্ছেদের বিষয়ে এই মুহূর্তে চুপ করে আছেন। শোয়ের সেটে দম্পতির একটি ভিডিয়োও সম্প্রতি প্রকাশিত হয়েছে।

এদিকে, সম্প্রতি সানিয়া তাঁর মা এবং ফারাহ খানের মতো ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করেছিলেন। শোয়েব টেনিস তারকাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন কিন্তু মির্জা তাঁর অন্যান্য বন্ধুদের শুভেচ্ছার পোস্টে প্রতিক্রিয়া জানালেও শোয়েবের বার্তায় কোনও প্রতিক্রিয়াও দেননি, বা কিছু শেয়ারও করেননি।

গুজব অনুসারে,  শোয়েব তাঁর সঙ্গে প্রতারণা করায় তাঁদের বিয়েতে ঝামেলা শুরু হয়েছিল। ঘটনার সূত্রপাত হয় পাকিস্তানের এক মডেলের সঙ্গে একটি বিজ্ঞাপন শুটিংয়ের পর তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে খবর প্রকাশ পেতেই। কিন্তু দুজনের কেউই এসব জল্পনাকে পাত্তা দেননি। এখন পর্যন্ত  পাওয়া খবর অনুযায়ী, সানিয়া এবং শোয়েব তাঁদের ছেলে ইজহান মির্জা মালিক-কে একসঙ্গেই মানুষ করবেন।

 

Next Article