Sara Ali Khan: ‘সলমন কাকু…’, প্রকাশ্যেই ডেকে উঠলেন সারা, ছেড়ে কথা বললেন না ভাইজানও!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 26, 2022 | 9:08 AM

Sara Ali Khan: এক অ্যাওয়ার্ড শো'র মঞ্চে সলমন আর সারা একসঙ্গে ওঠেন। হঠাৎই সারা জানান, তিনি একটি ব্র্যান্ড লঞ্চ করতে চান তাঁর 'সলমন আঙ্কল'-এর সঙ্গে। ভাইজানের হাসি মুখ হঠাৎ করেই গম্ভীর হয়ে যায়।

Sara Ali Khan: সলমন কাকু..., প্রকাশ্যেই ডেকে উঠলেন সারা, ছেড়ে কথা বললেন না ভাইজানও!
প্রকাশ্যেই ডেকে উঠলেন সারা, ছেড়ে কথা বললেন না ভাইজানও!

Follow Us

তাঁদের মধ্যে বয়সের ফারাক ঠিক ৩০ বছরের। একজনের বয়স ৫৬ বছর ও অপরজনের বয়স ২৬ বছর। কথা হচ্ছে সলমন খান ও সারা আলি খানের। কিন্তু ইন্ডাস্ট্রির নিয়মানুসারে বয়সে বড় কাউকে নাম ধরে ডাকা ঠিক হলেও কাকু-পিসি একেবারে ‘না-না’। তবে এবার এক অ্যাওয়ার্ড শো-তে এমন কাণ্ডই ঘটিয়ে ফেললেন খোদ সারা আলি খান। তাঁর বাবা সইফ ও সলমন খান সমবয়সী। তাই সবার সামনেই তিনি সলমনকে ডেকে উঠলেন ‘আঙ্কল…’। ব্যাপারটা ভালভাবে মোটেও নিলেন না সলমন। উল্টে সারাকে তাঁর প্রচ্ছন্ন হুমকি ‘তোমার একটা ছবি গেল’। সত্যিই কি হুমকি নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য?

এক অ্যাওয়ার্ড শো’র মঞ্চে সলমন আর সারা একসঙ্গে ওঠেন। হঠাৎই সারা জানান, তিনি একটি ব্র্যান্ড লঞ্চ করতে চান তাঁর ‘সলমন আঙ্কল’-এর সঙ্গে। ভাইজানের হাসি মুখ হঠাৎ করেই গম্ভীর হয়ে যায়। তিনি সারার উদ্দেশে বলেন, “তোমার ছবি তো গেল। আমার সঙ্গে কিছু লঞ্চ করলে হিরোইন আসত। তুমি সবার সামনে এভাবে আমায় কাকু বলে ডাকলে”। ওদিকে সারা সাফাই কাকু ডাকতে নাকি সলমনই বলেছেন তাঁকে। আর সলমন? গম্ভীর ভাব বজায় রাখতে না পেরে হেসে ফেলেন তিনিও। হ্যাঁ, সলমনকে সারার কাকু ডাক, পাল্টা সারার কেরিয়ার থেকে একটি ছবি মুছে দেওয়ার মতো ঘটনা যেমন ঘটেছে ঠিক একই সঙ্গে এই ঘটনাপ্রবাহের পুরোটাই ঘটেছে মজার ছলেই। কাকু বলায় সলমনে রাগ আদপে কপট। অন্যদিকে সারারও ওই কাকু ডাক কিছুটা হলেও পূর্বপরিকল্পিতই।

তবে ইন্ডাস্ট্রিতে এই ডাক নিয়ে ঝামেলা আগেও হয়েছে। সে ক্ষেত্রে মজা নয়, বরং জল গড়ায় বহুদূর। কিছু বছর আগে ঐশ্বর্যা রাই বচ্চনকে আন্টি বলে ডাকেন অনীল কাপুরের মেয়ে সোনম। তাঁর যুক্তি ছিল, তাঁর বাবার সঙ্গে অনেক কাজ করেছেন ঐশ্বর্যা। ওই দুই নায়িকার বয়সের ফারাক খুব বেশি নয়, তাই কটাক্ষ ধেয়ে আসে সোনমের দিকেই। পরে যদিও সোনম বলেন, তিনি এভাবে কথাটি বলতে চাননি, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। ঐশ্বর্যা যদিও এই নিয়ে মুখ খোলেননি।

 

Next Article