Robbie Coltrane Death: ‘হ্যাগরিড’ আর নেই, প্রিয় অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ বিশ্ব

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 15, 2022 | 5:01 PM

Robbie Coltrane Death: কেন এত মাতামাতি তাঁকে নিয়ে? সিরিজে রবির চরিত্র ছিল হ্যারির বাবাসুলভ। আদপে হ্যারির বন্ধু মানুষটি সব বিপদের কার্যত যেন আগলে রাখতেন তিন মূর্তিকে।

Robbie Coltrane Death: হ্যাগরিড আর নেই, প্রিয় অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ বিশ্ব

Follow Us

১৪ জানুয়ারি ২০১৬-র কথা মনে আছে? অ্যালান রিকম্যান ওরফে প্রফেসর স্নেপকে হারিয়ে কেঁদেছিল বিশ্ব। আরও এক ১৪ তারিখ, সাল ও মাসটা আলাদা হলেও আর এক কিংবদন্তীকে হারিয়েও কাঁদছে গোটা দুনিয়া। ৯০ দশকের ছেলেমেয়েদের নস্টালজিয়া, হ্যারি পটারের প্রিয় বন্ধু, সেই সঙ্গে টিনএজার বেলার আবেগ মিশে থাকা ‘হ্যাগরিড’ ওরফে অভিনেতা রবি কোলট্র্যান আর নেই। শুক্রবার স্কটল্যাণ্ডের ফালকির্কের নিকটবর্তী এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর ব্যক্তিগত সচিব বেলিন্দা রাইট এ খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

হ্যারি পটার সিরিজকে প্রায় একা হাতে কাধে করে বয়ে নিয়ে গিয়েছিলেন বিশাল আকার মানুষটি। সিরিজের দ্বিতীয় পর্ব ‘চেম্বার অব সিক্রেটস’-এ হ্যারি বলেছিলেন , “হগওয়ার্টস (জাদুর স্কুল) হ্যাগরিড ছাড়া অসম্পূর্ণ।” রবিকে হারিয়ে সে কথাই যেন আজ সোশ্যাল মিডিয়ার পাতায়। সবার একটাই কথা, এক অধ্যায়ের শেষ হল যেন..

কেন এত মাতামাতি তাঁকে নিয়ে? সিরিজে রবির চরিত্র ছিল হ্যারির বাবাসুলভ। আদপে হ্যারির বন্ধু মানুষটি সব বিপদের কার্যত যেন আগলে রাখতেন তিন মূর্তিকে। কতবার কত বিপদ থেকে বাঁচিয়েছেন ঠিক যেমন করে থাকেন বাবা-মা। রবি জন্মেছিলেন ১৯৫০ সালে ল্যাঙ্কাশায়ারে। তাঁর পুরো নাম অ্যান্টনি রবার্ট ম্যাকমিলান। জীবনে হ্যাগরিডের চরিত্র ছাড়াও আরও অনেক কাজ করেছেন রবি। এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৮৩ সালে কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’, ১৯৮৭ সালে ‘টুটি ফ্রুটি’ সিরিজটি, তাঁকে শেষ দেখা গিয়েছে হ্যাগরিড রূপেই। হ্যারি পটারের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘রিটার্ন টু হগওয়ার্টস’ বলে যে তথ্যচিত্র তৈরি করা হয়েছিল তাতে হাজির ছিলেন রবি। শেয়ার করেছিলেন ওই সিরিজকে ঘিরে তাঁর আবেগের কথা, নানা মজার কথাও। আজ যদিও সবই স্মৃতি। হ্যাগরিড নেই, সজল চোখে নেটিজেনরাও বলছেন, “এক এক করে যেন হারিয়েই যাচ্ছে ছোটবেলা”।

Next Article