Shaan: শোকের ছায়া শানের পরিবারে, কাছের মানুষকে হারালেন গায়ক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 20, 2022 | 8:11 PM

মাতৃহারা হলেন গায়ক। এ খবর বৃহস্পতিবার জানিয়েছেন জনপ্রিয় গায়ক ও শানের বন্ধু কৈলাশ খের।

Shaan: শোকের ছায়া শানের পরিবারে, কাছের মানুষকে হারালেন গায়ক
শান।

Follow Us

গায়ক শান্তনু মুখোপাধ্যায় (শান)-এর পরিবারের বড় বিপর্যয়। মাতৃহারা হলেন গায়ক। এ খবর বৃহস্পতিবার জানিয়েছেন জনপ্রিয় গায়ক ও শানের বন্ধু কৈলাশ খের। শানের মা সোনালি নিজেও একজন গায়ক ছিলেন।

এ দিন টুইটে কৈলাশ লেখেন, ” খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি শানের মা প্রয়াত হয়েছেন। ভগবানের কাছে তাঁর আত্মার শান্তি কামনা করছি। এই তিন পৃথিবীর রক্ষাকর্তা মহাকালের কাছে প্রার্থনা শান ও তাঁর পরিবার যেন এই শোক সহ্য করতে পারে।”

শানের জীবনে একটা বড় অংশ জুড়ে ছিলেন তাঁর মা। এর আগে ‘ হিন্দুস্থান টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে শান বলেছিলেন, ” যেভাবে সিঙ্গল মা ও চাকুরীজীবী মায়ের দায়িত্ব আমার মা আজীবন পালন করেছেন আমার কাছে সেটাই মিরাকেল। সব সময় মুখে হাসি লেখে। আমাকে কখনও কোনও কিছুতে বাধা দেননি তিনি। তাঁর পুত্র হিসেবে আমি সব সময় গর্বিত।” সেই কাছের মানুষটিও চলে গেলেন। পরিবারের শোকের ছায়া।

মায়ের সঙ্গে শান।

Next Article